ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

সোলসের ‘এ এমন পরিচয়’ গানের ভিডিওতে অস্ট্রেলীয় মডেল 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১৬
সোলসের ‘এ এমন পরিচয়’ গানের ভিডিওতে অস্ট্রেলীয় মডেল  লিয়া বুরনাকাস ও পার্থ বড়ুয়া

সোলসের জন্য পার্থ বড়ুয়ার প্রথম সুর করা গান ‘এ এমন পরিচয়’। ১৯৮৯ সালে এই শিরোনামেই বেরিয়েছিলো ব্যান্ডের একটি অ্যালবাম।

তারপরের ঘটনা ইতিহাস। ২৭ বছরের পুরনো গানটি নতুন করে নিয়ে এলো সোলস।  

‘এ এমন পরিচয়, অনুমতি প্রার্থনা/সবিনয় নিবেদন কিছুই যে লাগে না/নিজেরই অজান্তে, হৃদয়ের অনন্তে/কিছু কথা ভালো লাগার/করে যাই রচনা’- শ্রোতার মুখে মুখে ফেরা জনপ্রিয় গানটি প্রথম গেয়েছিলেন তপন চৌধুরী। নতুন সংগীতায়োজনে এর সৌল সংস্করণে কণ্ঠ দিয়েছেন পার্থ বড়ুয়া। এর কথা লিখেছেন সালাউদ্দিন সজল।  

‘এ এমন পরিচয়’-এর ভিডিওচিত্র ধারণ করা হয়েছে অস্ট্রেলিয়ার মেলবোর্নে। এতে মডেল হয়েছেন ওই দেশেরই তরুণী লিয়া বুরনাকাস। তিনি প্রবাসী বাংলাদেশি আলোকচিত্রী শামীমা কুহুর পরিচিতা। কুহু এই ভিডিওতে ক্যামেরা চালিয়েছেন। তার মাধ্যমে পার্থ বড়ুয়ার সঙ্গে লিয়ার যোগাযোগ।  

গত এপ্রিলে অস্ট্রেলিয়ায় গান করতে গিয়েছিলো সোলসের সদস্যরা। সেখানে একাধিক গানের ভিডিও তৈরি করেন তারা। এরই মধ্যে প্রকাশিত হয়েছে ‘মুখরিত জীবন’-এর ভিডিওচিত্র।

* ‘এ এমন পরিচয়’ গানের মিউজিক ভিডিও : 

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১৬
এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।