ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

শারমিন লাকির অভিনয়

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১৬
শারমিন লাকির অভিনয় ‘হঠাৎ একদিন’ অনুষ্ঠানের অতিথিরা

আড্ডা অনুষ্ঠান। কিন্তু ধরনটা একটু আলাদা।

অতিথিদেরকে অভিনয় করতে হয়েছে এখানে। অর্থাৎ অভিনয়ের মধ্য দিয়ে এর চিত্রায়ন হয়েছে। তাদের মধ্যে আছেন উপস্থাপিকা-মডেল শারমিন লাকি। তাকে আগে এমন ভূমিকায় পাওয়া যায়নি।

ঈদের তারকা আড্ডা অনুষ্ঠান ‘হঠাৎ একদিন’-এ শারমিন লাকির পাশাপাশি অতিথি হিসেবে অংশ নিয়েছেন তার স্বামী নজরুল ইসলাম, কণ্ঠশিল্পী শাহেদ ও তপু।  

শারমিন লাকি বলেন, ‘অভিনয়ের প্রস্তাব অনেকবার পেয়েছি। করা হয়নি। এ অনুষ্ঠানটি বেশ আকর্ষণীয় ও সাবলীল বলে রাজি হয়েছি। আড্ডা ছিলো, ছিলো অভিনয়। বন্ধু ও কাছের মানুষদের মধ্যে শাহেদ আর তপু ছিলেন। ওরা তো খুবই হাসিখুশি মানুষ। তাই আড্ডাটা খুব ভালো হয়েছে। ’

‘হঠাৎ একদিন’ এসএ টিভিতে প্রচার হবে এবারের ঈদের দ্বিতীয় দিন সন্ধ্যা ৬টা ২০ মিনিটে। প্রযোজনায় ইবতেশ্যাম মাহমুদ শ্যামা।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১৬
এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।