ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

একসঙ্গে গাইলেন ইমন ও আঁখি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১১ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১৬
একসঙ্গে গাইলেন ইমন ও আঁখি ‘পরিবর্তন’-এর সেটে ইমন ও আঁখি আলমগীর

জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী সংগীত পরিচালক শওকত আলী ইমন। তার সুরে আঁখি আলমগীরের বেশ কিছু গান পেয়েছে জনপ্রিয়তা।

প্রথমবারের মতো তারা একসঙ্গে গাইলেন।

জুটি বেঁধে কাজ করলেও কোনো টিভি অনুষ্ঠানে এক ফ্রেমে পাওয়া যায়নি তাদের। ঈদ উপলক্ষে নির্মিত ম্যাগাজিন অনুষ্ঠান ‘পরিবর্তন’-এ একটি দ্বৈত গান নিয়ে আসছেন ইমন ও আঁখি।  

‘পরিবর্তন’-এর জন্য ‍‌নতুন করে সংগীতায়োজন করা হয়েছে পুরনো দিনের গান ‘তুমি জানো নারে প্রিয় তুমি মোর জীবনের সাধনা’। সম্প্রতি আঁখি-ইমন এর শুটিংয়ে অংশ নেন। অনুষ্ঠানটির পরিকল্পনা, গন্থনা, উপস্থাপনা ও নির্দেশনায় আছেন আনজাম মাসুদ। এর প্রযোজক সরওয়ার মিয়া। ‘পরিবর্তন’ বাংলাদেশ টেলিভিশনে প্রচার হবে ঈদের দ্বিতীয় দিন রাত দশটার ইংরেজি সংবাদের পর।  

বাংলঅদেশ সময়: ১৫১০ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১৬
জেএমএস/এসও 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।