ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ঈদে ১০ ছবির ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১৬
ঈদে ১০ ছবির ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার

ঈদ আয়োজনে বৈচিত্র্য রাখার জন্য ১০টি ছবির ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার করবে এটিএন বাংলা।  আগের দিন থেকে শুরু করে ঈদের ৭ম দিন পর্যন্ত উপভোগ করা যাবে ছবিগুলো।

অধিকাংশ দিন দুটি করে ছবি দেখানো হবে। প্রচার সময় সকাল সাড়ে ১০টা ও বিকেল ৩টা ১০ মিনিট।

এ বছর ঈদ উপলক্ষে ৮ দিন বিশেষ অনুষ্ঠান প্রচার করবে এটিএন বাংলা। বিশেষ এই আয়োজনে মোট ১৬টি ছবি প্রচার করা হবে। ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হবে ১০টি ছবির। এগুলোতে অভিনয় করেছেন রিয়াজ, শাকিব খান, অপু বিশ্বাস, মিশা সওদাগর, কাজী মারুফ, মিম, ইমন, বাপ্পির মতো জনপ্রিয় শিল্পীরা। ছবিগুলো হলো- ‘ভুল যদি হয়’, ‘রাজাবাবু’, ‘সুইটহার্ট’, ‘ছিন্নমূল’, ‘প্রেম মানেনা বাঁধা’, ‘ফুল অ্যান্ড ফাইনাল’, ‘খোদার পরে মা’, ‘আজব প্রেম’, ‘ভালবাসা এক্সপ্রেস’ ও ‘আমার চ্যালেঞ্জ’।

ঈদের দিন সকাল সাড়ে ১০টায় থাকছে প্রয়াত চাষী নজরুল ইসলাম পরিচালিত ‘ভুল যদি হয়’। অভিনয় করেছেন সম্রাট, আলিশা প্রধান ও ইমন। দুপুর ৩টা ১০ মিনিটে প্রচার হবে বদিউল আলম খোকন পরিচালিত চলচ্চিত্র ‘রাজাবাবু’। অভিনয়ে শাকিব, অপু, ববি, সোহেল রানা প্রমুখ। ঈদের দ্বিতীয় দিন দুপুর ৩টা১০ মিনিটে থাকছে ওয়াজেদ আলী সুমনের ‘সুইটহার্ট’। অভিনয় করেছেন বাপ্পী, মিম, রিয়াজ ও দিতি।  

ঈদের তৃতীয় দিন সকাল সাড়ে ১০টায় প্রচার হবে মারুফ ও অরিন অভিনীত কাজী হায়াতের ‘ছিন্নমূল’। বিকেল ৩ টা ১০ মিনিটে প্রচার হবে সাফী ইকবালের ‘প্রেম মানে না বাঁধা’। অভিনয়ে শাকিব খান, অপু বিশ্বাস, সোহেল রানা প্রমুখ। ঈদের ৪র্থ দিন বিকেল ৩ টা ১০ মিনিটে প্রচার হবে মালেক আফসারীর ‘ফুল অ্যান্ড ফাইনাল’। এতে অভিনয় করেছেন শাকিব ও ববি। ঈদের ৫ম দিন বিকেল ৩ টা ১০ মিনিটে রয়েছে শাহীন সুমনের ‘খোদার পরে মা’। অভিনয়ে শাকিব খান, সাহারা, ববিতা ও মিশা সওদাগর।  

ঈদের ৬ষ্ঠ দিন বিকেল ৩ টা ১০ মিনিটে প্রচার হবে ওয়াজেদ আলী সুমনের ‘আজব প্রেম’। অভিনয়ে বাপ্পী, আঁচল, মিশা সওদাগর ও ওমর সানি। ঈদের ৭ম দিন সকাল সাড়ে ১০টায় প্রচার হবে সাফি উদ্দিন সাফির ‘ভালোবাসা এক্সপ্রেস’। অভিনয় করেছেন শাকিব খান ও অপু বিশ্বাস। এদিন বিকেল ৩ টা ১০ মিনিটে প্রচার হবে ‘আমার চ্যালেঞ্জ’। বদিউল আলম খোকন পরিচালিত ছবিটিতে অভিনয় করেছেন শাকিব খান, সাহারা, কাজী হায়াৎ, প্রবীর মিত্র, মিশা সওদাগর প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ৩০১৬
এসও 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।