ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

গানে গানে হাবিব-তিশার রসায়ন (ভিডিও) 

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০১৬
গানে গানে হাবিব-তিশার রসায়ন (ভিডিও)  ‘বেপরোয়া মন’ মিউজিক ভিডিওতে তানজিন তিশা ও হাবিব ওয়াহিদ

মিউজিক ভিডিও প্রকাশের কয়েক ঘণ্টা আগে ফেসবুক লাইভে হাবিব ওয়াহিদ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান। পূর্ব ঘোষণা অনুযায়ী ১ আগস্ট সন্ধ্যা ৭টায় ইউটিউবে উন্মুক্ত করা হলো ‘বেপরোয়া মন’।

গান গাওয়ার পাশাপাশি এর ভিডিওচিত্রে ফটোগ্রাফারের ভূমিকায় পাওয়া গেলো হাবিবকে, অন্যদিকে তানজিন তিশা সেজেছেন স্বেচ্ছাসেবক ত্রাণকর্মী।  

কাছাকাছি সময়ের মধ্যে হাবিবের নতুন ভিডিও পেলেন ভক্তরা। কিছুদিন আগে কলকাতার গীতিকার ঋদ্ধির লেখা ‘মনের ঠিকানা’ গান প্রকাশ করেন হাবিব। একই গীতিকারই লিখেছেন ‘বেপরোয়া মন’।  

অনন্য মামুন টিমের পরিচালনায় গানটির দৃশ্যধারণ হয়েছে সিরাজগঞ্জে। এবারের ভিডিওতে একটি গল্প প্রতিষ্ঠিত করতে চেয়েছেন সংশ্লিষ্টরা। লাইভ টেকনোলজির এই গানটি ব্যবহার করা হবে তাদেরই মুক্তি প্রতীক্ষিত ছবি ‘আমি তোমার হতে চাই’তে।

হাবিব ওয়াহিদ ফেসবুকে গানটির লিংক শেয়ার করে লিখেছেন, ‘ভাগাভাগি করলে ভালোবাসা আরও বাড়ে। আমি চাই সবাই গানটি শেয়ার করুন। আমি উত্তেজিত নতুন এই গানটি উপস্থাপন করতে পেরে। ’ 

* ‘বেপরোয়া মন’ গানের ভিডিও: 

বাংলাদেশ সময়: ১৩০২ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১৬
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।