ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ঈদে কেয়ার সঙ্গী চার নায়ক

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২০ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১৬
ঈদে কেয়ার সঙ্গী চার নায়ক কেয়া রহমান, ছবি- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

অভিনয়ে বেশি দিন হয়নি। এরই মধ্যে নজর কেড়েছেন কেয়া রহমান।

জিটিভিতে প্রচার চলতি ‘সুপার গার্লস’ দিয়ে নাটকে অভিষেক। এখন তিনি জনপ্রিয় নায়কদের নায়িকা। আসছে ঈদে চার নায়কের বিপরীতে দেখা যাবে কেয়াকে।

অভিনীত দুটি নাটক ও টেলিছবিতে কেয়ার বিপরীতে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, অপূর্ব, সজল ও তাহসান। তানিম রহমান অংশু পরিচালিত 'আই' তৈরি হয়েছে জাপানি কাহিনীকে কেন্দ্র করে। এতে কেয়ার সহশিল্পী সজল ও মম। নাটকটি আরটিভি তে প্রচার হবে। অন্য নাটক ফরহাদ আহমেদ পরিচালিত 'দৃষ্টির বাইরে'তে কেয়ার সঙ্গে রয়েছেন তাহসান। আরটিভি প্রচার করা হবে এটি।

কেয়ার টেলিছবির মধ্যে রয়েছে ফরহাদ আহমেদের পরিচালনায় 'এ্যাবরা কা ড্যাবরা'। টেলিছবিতে কেয়ার সঙ্গে অভিনয় করেছেন অপূর্ব। আরও আছেন মম ও তারিক আনাম খান। এটি থাকছে এনটিভিতে। অন্য টেলিছবিটি হলো তুহিন হোসেন পরিচালিত 'দূরের জানালা'। কেয়া ছাড়াও অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন ও উর্মিলা শ্রাবন্তী কর। প্রচার হবে চ্যানেল নাইনে।  

নামী অভিনেতাদের বিপরীতে অভিনয় প্রসঙ্গে কেয়া রহমান বলেন, “এ বছর থেকে অভিনয় শুরু করেছি। হাতে গোনা ৮/৯টি নাটক ও টেলিছবি আছে আমার ঝুলিতে। ‘আই’ নাটকটি এখনও পর্যন্ত আমার কাছে সেরা। কারণ কাহিনিটা অন্য রকম। এখানে আমি চাইনিজদের সাজ নিয়েছি। অনগুলোও ভালো হয়েছে। ’

২০১২ সালে ‘ক্লোজআপ ওয়ান: তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতায় অংশ নেওয়ার পর থেকে বেশ কিছু মিশ্র অ্যালবামে গান গেয়েছেন কেয়া। বছরের শুরুর দিকে কেয়া তানিম রহমান অংশুর ‘সুপার গার্লস’ ধারাবাহিক নাটকের মাধ্যমে অভিনয়ে আসেন তিনি।  

বাংলাদেশ সময়: ১২১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১৬
টিএস/এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।