ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

শাকিব খান বনাম অনন্ত জলিল! 

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১৬
শাকিব খান বনাম অনন্ত জলিল!  শাকিব খান ও অনন্ত জলিল

একবারই তারা মুখোমুখি হয়েছিলেন বড়পর্দায়। ২০১৩ সালে শাকিব খানের ‘ভালোবাসা আজকাল’ আর অনন্ত জলিলের ‘নিঃস্বার্থ ভালোবাসা’ মুক্তি পেয়েছিলো একইদিনে, ঈদে।

ঈদ মানেই শাকিব খানের নতুন ছবি। অন্যদিকে অনন্ত জলিল পুরো উল্টো। আবার মুখোমুখি হচ্ছেন জনপ্রিয় এই দুই নায়ক, তবে ছোটপর্দায়।  

এবার ঈদুল আজহায় সাতদিন জুড়ে তারা থাকবেন বেসরকারি টিভি চ্যানেল জিটিভির পর্দায়। ঈদের সাতদিন জুড়ে থাকছে ‘রোমান্টিক সিনে ফেস্ট’। প্রতিদিন বিকেল ৩টায় প্রচার করা হবে এই দুই তারকার ৭টি ছবি।  

‘রোমান্টিক সিনে ফেস্ট’-এ ঈদের দিন প্রচার হবে শাকিব খান-অপু বিশ্বাস অভিনীত ও মোহাম্মদ হোসেন জেমী পরিচালিত রোমান্টিক ‘ভালোবাসার লাল গোলাপ’। আরও আছেন ববিতা, পূর্ণিমা প্রমুখ। ঈদের ২য় দিন প্রচার হবে অনন্ত  জলিল ও বর্ষা অভিনীত, অনন্য মামুন পরিচালিত ‘মোস্ট ওয়েলকাম’।  

ঈদের ৩য় দিন থাকছে একই জুটির ‘মোস্ট ওয়েলকাম ২’। ৪র্থ দিন প্রচার হবে শাকিব খান ও জয়া আহসানের ‘পূর্ণ্যদৈঘ্য প্রেম কাহিনি। ৫ম দিন প্রচার হবে অনন্ত  জলিলের ‘নিঃস্বার্থ ভালোবাসা’। আরও আছেন রাজ্জাক, বর্ষা, মিশা সওদাগর প্রমুখ। ৬ষ্ঠ দিন থাকছে শাকিব খান-পূর্ণিমা জুটির ‘বন্ধু যখন শত্রু’। ৭ম ও শেষদিন প্রচার হবে কিং খানের ‘আমার প্রাণের স্বামী’। এতে শাকিবের সহশিল্পীরা হলেন শাবনূর, নিপুন, মিশা সওদাগর প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১৬
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।