ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ঈদের ‘হাওয়া’য় ঐশী 

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১৬
ঈদের ‘হাওয়া’য় ঐশী  ঐশী

অল্প সময়ের মধ্যে সংগীতাঙ্গনে পরিচিতি পেয়েছেন ঐশী। পুরনো দিনের গান নতুন সংগীতায়োজনে গেয়ে আলোচনা তৈরি করেছেন তিনি।

পাশাপাশি ‘তুমি চোখ মেলে তাকালে’ কিংবা ‘আমি না থাকিলে সংসারে’ নামের মৌলিক গানেও নজর কেড়েছেন ঐশী। অ্যালবাম প্রকাশের ধারাবাহিকতায় ঈদে আসছে তার তৃতীয় একক। এর নাম ‘হাওয়া’।  

প্রদীপ সাহার কথা,  নাজির মাহমুদ ও অভি আকাশের সুরে ‘হাওয়া’য় সংগীত পরিচালনা করেছেন  মুশফিক লিটু ও ইমন চৌধুরী।  গানগুলো হলো- ‘কেন মন’, ‘ও বন্ধুরে’, ‘পিরিতের ফল’, ‘রূপালি আঁচল’, ‘তোমার একটু’ প্রভৃতি। ‘হাওয়া’ ছাড়ছে সিএমভি। পাশাপাশি গানগুলো শোনা যাবে জিপি মিউজিক অ্যাপসে।  

ঐশী বলেন, ‘প্র্রত্যেকটি গানই আলাদা। আমার বিশ্বাস, গানগুলো হাওয়ার মতো ভেসে ভেসে মানুষের কানে পৌঁছুবে। ’


বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, সেপ্টেম্বর 
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।