ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

রণবীরের প্রিয় কুমিরের মাংস!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২১ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১৬
রণবীরের প্রিয় কুমিরের মাংস! রণবীর কাপুর

আর দশজন পাঞ্জাবির মতোই বলিউড হার্টথ্রব রণবীর কাপুর ভোজনরসিক। ডাল-রুটির মতো কুমিরের মাংস খেতেও তার খুব ভালো লাগে! ঠিকই পড়ছেন! তার কুমিরের মাংস খাওয়ার খবরটা চমকানোর মতোই।

 

এক আলাপচারিতায় কুমিরের মাংস খাওয়ার অভিজ্ঞতা জানিয়েছেন রণবীর। এটা খেতে নরম আর দারুণ বলেও মন্তব্য ৩৩ বছর বয়সী এই তারকার। তিনি আরও জানান, কাপুর বংশের লোকজন খাবারটি খুব উপভোগ করে।  

রণবীর জানান, দাদির হাতের খাবার তাদের পুরো বাড়িতে সবার খুব প্রিয়। অতিথিরাও তার রান্নার স্বাদ নিয়ে প্রশংসা করেছেন। ঘি ছাড়া রুটি তৈরিতে বিশ্বাসী নন তিনি।  

কাপুরদের জন্য রান্নাঘরে বাবুর্চিরাই সাধারণত খাবার তৈরি করে থাকেন। তবে অভিনেতা হওয়ার পর থেকে নিজেই রান্না করে খাচ্ছেন বলে জানান রণবীর। ব্যাপারটা সত্যিই মজার!

বাংলাদেশ সময়: ১২১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।