ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

মা হারালেন রিয়াজ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১৬
মা হারালেন রিয়াজ মা আরজুমান্দ আরা বেগম ও স্ত্রী তিনার পাশে রিয়াজ

চিত্রনায়ক রিয়াজের মা আরজুমান্দ আরা বেগম আর নেই। শনিবার (৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)।

 তার বয়স হয়েছিলো ৮২ বছর।

রাজধানীর অ্যাপোলো হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন আরজুমান্দ আরা বেগম। কিছুদিন আগে অসুস্থতার কারণে এখানে ভর্তি করা হয়েছিলো তাকে।  

মাতৃশোকে কাতর রিয়াজ জানান, রোববার (৪ সেপ্টেম্বর) বাদ আছর তার মাকে সমাহিত করা হবে। এর আগে গুলশানের আজাদ মসজিদে হবে নামাজে জানাজা। মায়ের আত্মার শান্তির জন্য সবার কাছে দোয়া চেয়েছেন রিয়াজ।  

ছয় বোন ও দুই ভাইয়ের মধ্যে জাইনুদ্দিন আহমেদ সিদ্দিক ও আরজুমান্দ আরা বেগমের কনিষ্ঠ সন্তান রিয়াজ। রিয়াজের ভাইবোনরা হলেন রাইজুদ্দিন আহমেদ সিদ্দিক, জিন্ন্যা আরা, সুলতানা জাহানারা সিদ্দিক, সুলতানা রওনক আরা, সুলতানা রওশন জামিল, সুলতানা সালমা শাহীন ও সুলতানা ফাতেমা শিরিন।

বাংলাদেশ সময়: ১‌২৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৬
এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।