ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

অমিতাভের সঙ্গে আমিরের অভিনয় চূড়ান্ত

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১৬
অমিতাভের সঙ্গে আমিরের অভিনয় চূড়ান্ত আমির খান ও অমিতাভ বচ্চন

অমিতাভ বচ্চন ও আমির খানকে বড়পর্দায় প্রথমবার একসঙ্গে দেখলে কেমন লাগবে? বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছিলো, বিজয় কৃষ্ণ আচার্যর পরিচালনায় ‘থাগ’ ছবিতে তাদেরকে একসঙ্গে দেখা যাবে।  

খবরটি সত্যি কি-না তা নিশ্চিত করেননি আমির, আবার অস্বীকারও করেননি।

সম্প্রতি তিনি শুধু জানিয়েছিলেন, এখনই এ নিয়ে আলোচনা করাটা অর্থহীন হবে। তবে বিগ বি’র সঙ্গে পর্দা ভাগাভাগির সম্ভাবনা তৈরি হওয়ায় তাকে উচ্ছ্বসিত লেগেছে। ৫১ বছর বয়সী এই তারকা বলেন,  ‘এই কিংবদন্তির সঙ্গে কাজ করতে কে না চায়! তিনি এমন একজন, যাকে আমার আদর্শ হিসেবে দেখি। আমি তার বড় ভক্ত। ’ 

এবার অমিতাভ খবরটি নিশ্চিত করলেন। তিনি বলেছেন, ‘আমিরের সঙ্গে কাজের সুযোগ পাওয়া সম্মানের ব্যাপার। যশরাজ ফিল্মস আর ভিক্টরের সঙ্গে কাজ করাটাও আনন্দেরই হবে। শুটিং শুরুর জন্য মুখিয়ে আছি। জানি না এখনই ছবিটি নিয়ে খুব বেশি বলে ফেললাম কি-না। আমার কথা বলার অনুমতি নেই। সব মিলিয়ে বলতে পারি এটা একটা আকর্ষণীয় ব্যাপার। ’ 

বাংলাদেশ সময়: ১৩০১ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।