ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ঈদে বাড়ি ফিরতে নছিমনে সিয়াম ও টয়া

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০২ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১৬
ঈদে বাড়ি ফিরতে নছিমনে সিয়াম ও টয়া

ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষ বাড়ি ফেরার প্রস্তুতি নিতে ব্যস্ত । ঈদের আগে অনেকেই অগ্রিম টিকিট পান না।

এ কারণে প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনের জন্য অনেকেই বাধ্য হয়ে বেছে নেন ঝুকিপূর্ণ যানবাহন।

ছোটপর্দার এ সময়ের অভিনেতা সিয়াম আহমেদ ও মডেল-অভিনেত্রী মুমতাহিনা টয়াও বাড়ি ফিরতে বাধ্য হয়ে বেছে নিয়েছেন নছিমন, ভ্যান, লোকাল বাসসহ বিভিন্ন যানবাহন। তারা একে অপরের বন্ধু। উভয়ের বাড়ি পাশাপাশি গ্রামে।  

টয়া ও সিয়ামের বাড়ি যাওয়াকে ঘিরেই তৈরি হচ্ছে ‘স্বপ্ন যাবে বাড়ি’ নামের একটি টেলিছবি। গ্রামীণফোনের বিজ্ঞাপনে ব্যবহৃত হাবিবের সুর-সংগীতে মিলন মাহমুদের গাওয়া ‘স্বপ্ন যাবে বাড়ি আমার’ গানটির শিরোনামেই এর নামকরণ হয়েছে। এতে ব্যবহার করা হয়েছে গানটি।

টেলিছবিটি প্রসঙ্গে টয়া বাংলানিউজকে বললেন, ‘পথে পথে শুটিং করছি। লোকাল বাস, ভ্যান, নছিমনসহ বিভিন্ন যানবাহনে চড়েছি। মনে হচ্ছে সত্যি সত্যি বাড়ি ফিরছি! দুই বন্ধুর বাড়ি ফেরা নিয়েই সাজানো হয়েছে রোমাঞ্চকর গল্পটি। সঙ্গে রোমান্টিক ব্যাপারও আছে। ’

টয়া যোগ করে আরও বললেন, ‘দীর্ঘ এক বছর পর সিয়ামের সঙ্গে আবার অভিনয় করছি। গত এক বছর সে লন্ডনে ছিলো। ফিরে এসে এবারই প্রথম ক্যামেরার সামনে দাঁড়ালো সে। এর আগে আমরা একসঙ্গে বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছি। বেশ আনন্দের সঙ্গে কাজটি শুরু করলাম আজ (রোববার) থেকে। গ্রামের দৃশ্যগুলো ধারণের জন্য আমরা এসেছি পুবাইলের হাসনাহেনা শুটিং হাউজে। এখানে টানা ৬ সেপ্টেম্বর পর্যন্ত কাজ চলবে। ’

‘স্বপ্ন যাবে বাড়ি’ টেলিছবির মূল গল্প গাওসুল ইসলাম শাওনের। এর চিত্রনাট্য লিখেছেন মেসবাহউদ্দিন সুমন। এটি পরিচালনা করছেন রুবায়েত মাহমুদ। জিটিভিতে ঈদের দিন প্রচার হবে ‘স্বপ্ন যাবে বাড়ি’।  

বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৬
জেএমএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।