ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

মৌ’র প্রেমের ফাঁদে কল্যাণ!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১৬
মৌ’র প্রেমের ফাঁদে কল্যাণ!

একাধিক নাটকে প্রেমিক-প্রেমিকার চরিত্রে অভিনয় করেছেন মডেল-অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ ও অভিনেতা কল্যাণ। মাঝে এক বছরেরও বেশি সময় পর তাদেরকে একসঙ্গে পাওয়া যায়নি ছোটপর্দায়।

আবার তারা একত্র হলেন। এবার ‘স্বপ্নের মতো দিন’ নামের একটি নাটকে দেখা যাবে তাদেরকে।  

গল্পে দেখা যাবে, মৌ’র সঙ্গে খুব অল্প সময়ের মধ্যে পরিচয় হয় কল্যাণের। গড়ে ওঠে তাদের বন্ধুত্ব। মৌ বয়সে বড় জেনেও পিছপা হন না কল্যাণ। তার সম্পর্কে না জেনে-বুঝেই বন্ধূত্ব করে বসেন তিনি। ঘুরতেও যান বহুদ‍ূরে। কিন্তু মৌ যে ফাঁদ পেতে রেখেছেন তা ঘুণাক্ষরেও বোঝেননি কল্যাণ।  

‘স্বপ্নের মতো দিন’ লিখেছেন ও পরিচালনা করেছেন আলভি আহমেদ। তিনি বললেন, ‘বর্তমান সমাজে এ ধরনের ঘটনা খুব বিরল নয়। অল্প সময়ের মধ্যেই ভালোলাগা-ভালোবাসা যে বিপদ ডেকে আনতে পারে, এ নাটকের মাধ্যমে তা ফুটিয়ে তোলা হয়েছে। ’

গত ১ ও ২ সেপ্টেম্বর রাজধানীর উত্তরা শুটিং হাউজ ‘সোনালি স্বপ্ন’, দিয়াবাড়ি ও পুবাইল মহাসড়কের বেশকিছু স্থানে নাটকটির দৃশ্যধারণ সম্পন্ন হয়েছে। ঈদুল আজহার দ্বিতীয় দিন রাত ৮টা ৫০ মিনিটে এসএ টিভিতে প্রচার হবে ‘স্বপ্নের মতো দিন’।

কল্যাণ বাংলানিউজকে বললেন, ‘অনেকদিন পর মৌ আপুর সঙ্গে কাজ করলাম আবার। তার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা বরাবরই দারুণ। অভিনয়ের অনেক কিছু শিখেছি তার কাছে। ’

যোগ করে কল্যাণ আরও বলেন, ‘গল্পটা রোমান্টিক, আবার রোমাঞ্চকরও। কাজের ফাঁকে আমরা ডাবের পানি খেয়েছি, নাগরদোলায় উঠেছি। নাগরদোলায় উঠে অবশ্য ভয় করছিলো। কোনোরকমে জড়োসড় হয়ে বসেছিলাম আমরা। বৃষ্টিতেও ভিজেছি। ’

আলভি আহমেদের ‘মানিব্যাগ’ নাটকে সাদিয়া ইসলাম মৌ ও কল্যাণ কোরাইয়ার অভিনয় প্রশংসিত হয়। এ ছাড়া নাসিম শাহনিকের ‘মেঘ ডেকেছে বেলায় বেলায়’, ‘ওরা সাতজন’, ‘আর কিছু নয় বাকি’, ‘প্রেম ও প্রতারণার গল্প’, ‘নীল বসন্ত’, সরদার রোকনের ‘সুখ-অসুখ’ নাটকে দেখা গেছে তাদেরকে।

বাংলাদেশ সময়: ১৮৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৬
জেএমএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।