ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

গানচিল থেকে আরফিন রুমির ‘পাখি’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১৬
গানচিল থেকে আরফিন রুমির ‘পাখি’ আরফিন রুমি, ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে নতুন একটি গান তৈরি করলেন সংগীতশিল্পী আরফিন রুমি। এর শিরোনাম ‘পাখি’।

গানটির গাওয়ার পাশাপাশি সুর-সংগীতও পরিচালনা করেছেন তিনি।  

চলতি সপ্তাহে ‘পাখি’ গানটি নানান মাধ্যমে বিভিন্ন সার্ভিস থেকে প্রকাশ করতে যাচ্ছে অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান গানচিল মিউজিক। এর স্বত্ত্বাধিকারী আসিফ ইকবাল বলেছেন, ‘এ গানে নতুন এক আরফিন রুমিকে পেয়েছি আমি। ও নিজেকে অনেক ভেঙেছে। আরফিন রুমি নিজের সেরাটুকু দিয়েছেন এই গানে। আমার বিশ্বাস, একবার শুনলেই শ্রোতারা এটা গুনগুন করবেন। ঈদের পরপর এ গানের ভিডিও তৈরি হবে। ’

এবারের ঈদে এটাই আরফিন রুমির একমাত্র নতুন গান। আর কোনো নতুন গান বের হবে না তার। এ প্রসঙ্গে তিনি বলেছেন, “প্রতি ঈদে একাধিক গান করি। এবারও সুযোগ ছিলো। তবে গানচিলের সঙ্গে এটাই আমার প্রথম কাজ, তাই আমি চেয়েছি, ‘পাখি’টা বিশেষই থাকুক। ”

বাংলাদেশ সময় : ২১০০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।