ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

দুই নাতনির উদ্দেশে অমিতাভের আবেগঘন চিঠি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১৬
দুই নাতনির উদ্দেশে অমিতাভের আবেগঘন চিঠি (বাঁ থেকে) নব্যা নাভেলি নন্দা, অমিতাভ বচ্চন ও আরাধ্য বচ্চন

বলিউডের তারকা দম্পতি ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চনের কন্যাসন্তান আরাধ্য ও নিজের কন্যা শ্বেতা নন্দার মেয়ে নব্যা নাভেলিকে উদ্দেশ্য করে আবেগঘন একটি চিঠি লিখেছেন অমিতাভ বচ্চন। তার এই লেখার সারমর্ম হলো, কে কি বললো তা নিয়ে পড়ে থাকলে চলবে না।

শুরুতে আরাধ্য ও নব্যাকে বিগ বি মনে করিয়ে দিয়েছেন, উভয়ের কাঁধে থাকা দুটি মূল্যবান বংশ পরিচয়ের কথা। আরাধ্যর পূর্বপুরুষ হলো ড. হরিবংশ রাই বচ্চন (অমিতাভের বাবা)। আর নব্যা হলেন শ্রী এইচপি নন্দার উত্তরসূরী।  

উত্তরাধিকার সূত্রে নব্যা ও আরাধ্য আপনাআপনি খ্যাতি, মর্যাদা ও স্বীকৃতি পেয়েছে বলে মনে করেন অমিতাভ। তার লেখনীতে এসেছে, ‘তোমাদের কারও নন্দা আবার কারও বচ্চন পদবী আছে, কিন্তু তোমরা দু’জনই মেয়ে! নারী বলেই মানুষ তাদের চিন্তাধারা তোমাদের ওপর চাপিয়ে দেবে, গণ্ডির মধ্যে রাখতে চাইবে। তারা তোমাদেরকে জানাবে কী পোশাক পরবে, কেমন ব্যবহার করবে, কাদের সঙ্গে দেখা করতে ও কোথায় যেতে পারবে। অন্যের বিচারবুদ্ধির ছায়ায় থেকো না। আপন প্রজ্ঞার আলোকে নিজের মনের কথা শোনো। স্কার্টের দৈর্ঘ্য দেখে তোমাদের চরিত্রের মাপকাঠি তৈরি করতে পারে এমন সুযোগ অন্যদের দিও না। কাদের সঙ্গে বন্ধুত্ব করবে এ নিয়ে কারও মতামত নেবে না। তোমরা না চাইলে অন্য কোনো কারণে বিয়ে করবে না। ’

৭৩ বছর বয়সী অমিতাভের ভাষ্য, ‘লোকে কথা বলবে। তারা ভয়ানক কথাও বলতে পারে। কিন্তু তার মানে এই নয় যে, তোমাদেরকে সবার কথা শুনতে হবে। লোকে কি বললো তা নিয়ে কখনও ভেবো না। দিনের শেষে তোমাদের নিজেদেরকেই নিজ নিজ কাজের ফল পেতে হবে। সুতরাং অন্যের মাধ্যমে প্রভাবিত হয়ে কোনো সিদ্ধান্ত নিও না। ’

চিঠির শেষ দিকে এসে অমিতাভ লিখেছেন, ‘নব্যা, নাম আর পদবী যে বিশেষ সুবিধা দেবে তা তোমাকে কঠিন পরিস্থিতি থেকে এড়াতে পারবে না কারণ তুমি একজন নারী। আরাধ্য, সময় এলে তুমি দেখবে ও বুঝতে পারবে এটা, তখন হয়তো আমি তোমার কাছে না-ও থাকতে পারি। কিন্তু আমার মনে হচ্ছে, আজ যা বলছি তখনও তা প্রাসঙ্গিক থাকবে। ’ 

অমিতাভ মনে করেন, নারী হয়ে জন্মানো এই পৃথিবীতে অত্যন্ত জটিল বিষয়। তবে তার বিশ্বাস, ‘তোমাদের মতো মেয়েরা এ পরিস্থিতি বদলে দেবে। কাজটা হয়তো সহজ নয়, অন্যের বিবেচনার ঊর্ধ্বে গিয়ে নিজের লক্ষ্য স্থির করো, পছন্দমাফিক পথ নির্বাচন করো। তোমরা নারীদের জন্য সবখানে উদাহরণ হয়ে উঠতে পারো। আমি যা যা করেছি তোমরা তার চেয়েও বেশি অর্জন করে দেখাও। অমিতাভ বচ্চন হিসেবে নয়, তোমাদের দাদা হিসেবে এটা হবে আমার জন্য সবচেয়ে সম্মানের। ভালোবাসাসহ তোমাদের দাদা অথবা নানা। ’

বাংলাদেশ সময় : ১০২০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।