ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

হাসপাতালে গিটার বাজিয়ে গাইলেন লাকী আখান্দ (ভিডিও)

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১৬
হাসপাতালে গিটার বাজিয়ে গাইলেন লাকী আখান্দ (ভিডিও) লাকী আখান্দ, ছবি-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফেসবুকে ঘুরছে ভিডিও লিংকটি- হাসপাতালের বিছানায় শুয়ে গিটার বাজিয়ে গান গাইছেন লাকী আখান্দ। ‘যেখানে সীমান্ত তোমার সেখানে বসন্ত আমার…’।

ফুসফুসের ক্যানসারে আক্রান্ত বিশিষ্ট এই সংগীতশিল্পী ও মুক্তিযোদ্ধা যেন নতুন বসন্তের খোঁজই করছেন। জীবনের এই সংকটাপন্ন সময়ে ‘বেঁচে থাকা সুন্দর’, হাসপাতাল থেকে এই বার্তাই যেন দিচ্ছেন লাকী আখান্দ।  

ক’দিন আগে ইউনাইটেড হাসপাতাল থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর হয়েছেন লাকী। তাকে দেখার জন্য প্রতিদিনই যাচ্ছেন শোবিজ অঙ্গনের মানুষেরা। লাকীকে অনুপ্রেরণা ও সাহস যোগাতে ছবি তোলা আর খোশগল্পও চলছে। কিংবদন্তি এই শিল্পী সবার সঙ্গে হাসিমুখে কথা বলছেন, গুনগুন করছেন।

সম্প্রতি হাসপাতালে লাকীর গিটার বাজিয়ে গান গাওয়ার একটি ভিডিও ধারণ করা হয়। এটি ছড়িয়ে পড়েছে ইন্টারনেটে। আহমেদ ফেরদৌস নামে লাকীর একজন ভক্ত আছেন ভিডিওটিতে। অন্য এক ভিডিওতে ফেরদৌস জানান, সচেতন নাগরিক সমাজের উদ্যোগে তারা আগামী ২৩ সেপ্টেম্বর একটি কনসার্ট করবেন লাকীর চিকিৎসার সহায়তায়। এতে বিনা পারিশ্রমিকে সংগীত পরিবেশন করবেন অনেকে। ঢাকার বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটিতে অনুষ্ঠিত হবে এই কনসার্ট।

* হাসপাতালে ধারণকৃত লাকী আখান্দের কণ্ঠে ‘যেখানে সীমান্ত তোমার’ : 

বাংলাদেশ সময়: ১২৩৯ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১৬
এসও/জেএইচ         

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।