ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

শিপনের সঙ্গে হীরার নাচ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১৬
শিপনের সঙ্গে হীরার নাচ ‘ধন্যবাদ’ অনুষ্ঠানে রুখসানা আলি হীরা ও শিপন মিত্র

র‍্যাম্পের গন্ডি পেরিয়ে রুখসানা আলি হীরা এখন নিয়মিত অভিনয় করছেন ছোটপর্দায়। এবার তাকে দেখা যাবে নাচতে।

দুই বাংলার জনপ্রিয় তিনটি গানের তালে নেচেছেন তিনি।  

এটিএন বাংলার ঈদ অনুষ্ঠান ‘ধন্যবাদ’-এ থাকছে হীরার নাচ। স্বর্ণালি দিনের দুই গান ‘আয়নাতে ওই মুখ দেখবে যখন’, ‘নাই টেলিফোন নাইরে পিয়ন’ এবং ওপার বাংলার ‘পাওয়ার’ ছবির ‘মিসড কল’ গানের তালে নৃত্য পরিবেশন করেছেন তিনি।  

তিনটি গানেই হীরার সহশিল্পী চিত্রনায়ক শিপন। ‘দেশা দ্য লিডার’, ‘বিগ ব্রাদার’ ও ‘ইউ টার্ন’ ছবিতে নেচেছেন তিনি। তার কাছে এ অভিজ্ঞতা নতুন নয়। হীরা ও শিপনের নৃত্য পরিচালনা করেছেন নাঈম। নাচের পর্বটির পরিচালনায় ছিলেন বিপ্লব সাহা।

নাচ প্রসঙ্গে হীরা সোমবার (৫ সেপ্টেম্বর) বাংলানিউজকে বলেন, ‘এ অনুষ্ঠানে আগে অতিথি হয়েছি। এবার নেচেছি। খুব ছোটবেলায় কিছুদিন নাচ শিখেছিলাম। এবারই প্রথম দর্শকদের জন্য নাচলাম। ফলে নাচের মুদ্রা আমার আয়ত্ত্বে ছিলো, তাই তেমন সমস্যা হয়নি। ’

এদিকে কয়েকটি একক ও ধারাবাহিক নাটকে কাজ করেছেন হীরা। অচিরেই এগুলো প্রচার হবে। এ ছাড়া ঈদের আয়োজনেও থাকছেন তিনি।  

বাংলাদেশ সময়: ১৩১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১৬ 
টিএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।