ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

কলকাতা বইমেলায় ‘দ্য লিজেন্ড: সৈয়দ আব্দুল হাদী’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১৬
কলকাতা বইমেলায় ‘দ্য লিজেন্ড: সৈয়দ আব্দুল হাদী’

কলকাতায় শুরু হয়েছে ষষ্ঠ ‘বাংলাদেশ বইমেলা’। বরাবরের মতো রবীন্দ্রসদন নন্দন চত্বরে চলমান এ মেলায় বাংলাদেশি লেখকদের বইয়ের পাশাপাশি বিক্রি হচ্ছে গানের সিডি।

এর মধ্যে সৈয়দ আব্দুল হাদীর ৪৬টি গানের সংকলনও রয়েছে। ‘দ্য লিজেন্ড: সৈয়দ আব্দুল হাদী’ নামের সিডিটি পাওয়া যাচ্ছে ভাষাচিত্রের স্টলে।  

নানাভাবে সৈয়দ আব্দুল হাদীর গানের সঙ্গে পরিচিত কলকাতার মানুষ। এবার জনপ্রিয় এই শিল্পীর অনেক কালজয়ী গান চারটি পৃথক সিডিতে পাচ্ছেন তারা।  

‘দ্য লিজেন্ড: সৈয়দ আব্দুল হাদী’ অ্যালবামটি প্রকাশ করেছে বাংলা ঢোল। তারা জানায়, ১ সেপ্টেম্বর থেকে মেলায় সিডিগুলো পাওয়া যাচ্ছে। ‘বাংলাদেশ মেলা’ চলবে ১০ সেপ্টেম্বর পর্যন্ত।  

সম্প্রতি প্রকাশিত সৈয়দ আব্দুল হাদীর গানের সংলকনটি শ্রোতারা ঢাকায় সংগ্রহ করতে পারছেন বিভিন্ন স্থান থেকে। রাজধানীর পাঠক সমাবেশ, তুহিন মিউজিক কালেকশন, বসুন্ধরা সিটি মার্কেট, ইয়োলো রেড মিউজিক, সারেগামা, গানের ডালির পাশাপাশি এটি পাওয়া যাচ্ছে চট্টগ্রামের বাতিঘরে।  

বাংলাদেশ সময়: ১৫০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১৬
এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।