ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

নতুনভাবে ‘আজ জরির বিয়ে’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১৬
নতুনভাবে ‘আজ জরির বিয়ে’ ‘আজ জরির বিয়ে’র দৃশ্যে সাফা কবির ও তৌসিফ মাহবুব

প্রায় এক যুগ আগে ‘আজ জরির বিয়ে’ নাটকটি পরিচালনা করেছিলেন প্রয়াত নন্দিত কথাশিল্পী ও নির্মাতা হুমায়ূন আহমেদ। এতে মাহফুজ আহমেদের সঙ্গে নাম ভূমিকায় অভিনয় করেন মেহের আফরোজ শাওন।

তিনিই জরিকে নতুনভাবে সাজিয়ে পর্দায় আনছেন আবার।

নতুন নাটকে জরি চরিত্রে দেখা যাবে সাফা কবিরকে। এ ছাড়া মাহফুজ অভিনীত ফরিদ চরিত্রে অভিনয় করছেন তৌসিফ মাহবুব। গল্পে জরি ও ফরিদ বিয়ে করতে যায় কাজী অফিসে। বিয়ে করতে সাক্ষী দরকার দুই জন। একজন সাক্ষী থাকলেও অন্যজনকে পাওয়া যায় না। এ নিয়ে ঘটে নানান ঘটনা।

পুনর্নির্মাণ প্রসঙ্গে মেহের আফরোজ শাওন বাংলানিউজকে বলেন, ‘প্রতি ঈদে হুমায়ূন আহমেদ পরিচালিত নাটক রিমেক করছি। এটি সেই ধারাবাহিকতা। হুমায়ূন আহমেদ একটি নাটক তৈরি করতে সময় নিতেন ৩-৫ দিন। অথচ এখন নাটক নির্মাণ করতে দেওয়া হয় দুই দিনের বাজেট। দুই দিনে কি শিল্প হয়? এটা প্রমাণের জন্যই তার জনপ্রিয় নাটকগুলো পুনর্নির্মাণ করছি। ’

ছোটপর্দার এ সময়ের অভিনেতা তৌসিফ বাংলানিউজকে বলেছেন, ‘হুমায়ূন স্যারের পরিচালনায় কাজ করার স্বপ্ন ছিলো। তবে তার গল্পে কাজ করেছি শাওন আপুর পরিচালনায়, আমার অাধেক স্বপ্ন পূর্ণ হয়েছে। এ অভিজ্ঞতা সারাজীবন মনে থাকবে। ’

নাটকটিতে আরও অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, ঝুনা চৌধুরী ও অন্তু করিম। গত ৩ ও ৪ সেপ্টেম্বর উত্তরার একটি বাড়িতে এর দৃশ্যায়ন হয়েছে। ঈদের দিন রাত ১০টায় আরটিভিতে প্রচার হবে ‘আজ জরির বিয়ে’।

বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১৬ 
টিএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।