ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

যশোরে চিরনিদ্রায় চিত্রনায়ক রিয়াজের মা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১৬
যশোরে চিরনিদ্রায় চিত্রনায়ক রিয়াজের মা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

যশোর: যশোরে চিরনিদ্রায় শায়িত হলেন চিত্রনায়ক রিয়াজের মা আরজুমান্দ আরা বেগম। সোমবার (৫ সেপ্টেম্বর) বাদ জোহর যশোর শহরের কারবালা কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

গত ৩ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৪টায় রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আরজুমান্দ আরা বেগম। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।  

রোববার (৪ সেপ্টেম্বর) ঢাকার গুলশানের আজাদ মসজিদে রিয়াজের মায়ের প্রথম জানাজা সম্পন্ন হয়। সোমবার সকালে ঢাকা থেকে উড়োজাহাজে তার মরদেহ যশোরে নিয়ে আসা হয়।  

বাদ জোহর যশোরের কারবালা জামে মসজিদে আরজুমান্দ আরা বেগমের দ্বিতীয় নামাজে জানাজা শেষে কারবালা কবরস্থানে তাকে দাফন করা হয়। দ্বিতীয় জানাজায় রিয়াজের পাশাপাশি ছিলেন মরহুমের নাতি জামাই (মেয়ের জামাই) ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সদর উপজেলা চেয়ারম্যান শাহিন চাকলাদার, পরিবার ও আত্মীয়-স্বজনরা। এ ছাড়া বিপুলসংখ্যক মানুষ জানাজায় অংশ নেন।  

বাংলাদেশ সময় : ১৭২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১৬
বিএসকে/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।