ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

মিলন মাহমুদের মিউজিক ভিডিও

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১৬
মিলন মাহমুদের মিউজিক ভিডিও মিলন মাহমুদ ও নুসরাত জান্নাত রুহী

মিউজিক ভিডিওতে খুব একটা পাওয়া যায় না সংগীতশিল্পী মিলন মাহমুদকে। বেশ কয়েকটি একক অ্যালবাম প্রকাশ করলেও তার গানের ভিডিও নেই বললেই চলে।

 

আশার কথা হলো, ঈদ উপলক্ষে নতুন মিউজিক ভিডিও নিয়ে আসছেন মিলন মাহমুদ। কিছুদিন আগে সংগীতা থেকে প্রকাশিত তার একক অ্যালবাম ‘প্রিয়জন’-এর ‘তুই হবি আমার প্রিয়জন’ শিরোনামের গানটির মিউজিক ভিডিও তৈরি হয়েছে।  

মিলন মাহমুদের লেখা ও সুরে এর সংগীতায়োজন করেছেন শচি সামস। এতে কণ্ঠ দিয়েছেন জুলিও। মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন নুসরাত জান্নাত রুহী। এটি নির্মাণ করেন গৌতম ঘোষ ইমন।

এ প্রসঙ্গে মিলন মাহমুদ বলেন, ‘বড় আয়োজনে আমরা কাজটি করেছি। আমার বিশ্বাস, আমাদের এই প্রয়াস দর্শক-শ্রোতাদের ভালো লাগবে। ’

বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১৬
এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।