ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ঐশ্বরিয়ার কাছে ক্ষমা চাইবেন ইমরান হাশমি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১৬
ঐশ্বরিয়ার কাছে ক্ষমা চাইবেন ইমরান হাশমি ইমরান হাশমি ও ঐশ্বরিয়া রাই বচ্চন

বলিউড অভিনেতা ইমরান হাশমি বরাবরই সোজাসুজি কথা বলেন। তবে মাঝে মধ্যে এই স্বভাবের কারণে বিতর্কের সঙ্গেও জড়িয়ে যান তিনি।

 

দুই বছর আগে করণ জোহরের টক শো ‌‘কফি উইথ করণ’ অনুষ্ঠানে ঐশ্বরিয়া রাই বচ্চনকে ‘প্লাস্টিক’ উল্লেখ করে সবাইকে হতবাক করে দেন ইমরান হাশমি। এ কারণে আজও তার নাম শুনলে মেজাজ বিগড়ে যায় প্রাক্তন বিশ্বসুন্দরীর।  

এমন শোনা যায়, ‘বাদশাহো’ ছবিতে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন অ্যাশ। কিন্তু ইমরান হাশমির সঙ্গে কাজ করতে হবে জেনে তিনি তা ফিরিয়ে দেন। এ প্রসঙ্গে ইমরানের কাছে সাংবাদিকরা জানতে চাইলে তিনি জানান, কোন অভিনেত্রীকে প্রস্তাব দেওয়া হয়েছে তা জানা নেই তার।  

এ ঘটনার সঙ্গে ‘প্লাস্টিক’ মন্তব্যকে জড়ানো হবে পুরনো বিষয় নিয়ে অযথা ঘাঁটাঘাটি করা। তার দাবি, ঠাট্টার ছলে ওই কথা বলেছিলেন। ৩৭ বছর বয়সী এই অভিনেতা জানান, ঐশ্বরিয়ার বিশাল ভক্ত তিনি। প্রয়োজনে বচ্চন বধূর কাছে অবশ্যই ক্ষমা চাইবেন জানিয়ে ইমরান বলেন, ‘এখানে ব্যক্তিগত কোনো বিষয় নেই। ’

বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১৬
জেএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।