ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

চর্যাপদের শতবর্ষ পূর্তিতে চর্যানৃত্য ও শাস্ত্রীয়-গৌড়ীয় নৃত্য

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১৬
চর্যাপদের শতবর্ষ পূর্তিতে চর্যানৃত্য ও শাস্ত্রীয়-গৌড়ীয় নৃত্য

চর্যাপদ প্রকাশের শতবর্ষ পূর্তি উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে চর্যানৃত্য ও শাস্ত্রীয় নৃত্য গৌড়ীয় নৃত্য পরিবেশনার আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে শিল্পকলা একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের ব্যবস্থাপনায় নেপাল থেকে আগত প্রখ্যাত নৃত্যগুরু চন্দ্রমান মুনিকরের পরিচালনায় মাসব্যাপী চর্যানৃত্য কর্মশালার সমাপনীতে থাকছে এই অনুষ্ঠান।

 

চন্দ্রমান মুনিকরের পরিচালনায় ‘চর্যানৃত্য’ এবং ভারতের গৌড়ীয় নৃত্যের প্রখ্যাত গবেষক প্রফেসর ড. মহুয়া মুখোপাধ্যায়ের পরিচালনায় ‘শাস্ত্রীয় নৃত্য গৌড়ীয় নৃত্য’ পরিবেশন করা হবে। এর আগে তারা শুভেচ্ছা জ্ঞাপন করবেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর। বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে বিশেষ অতিথি থাকবেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব আক্তারী মমতাজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক  ড. বিশ্বজিৎ ঘোষ। স্বাগত বক্তব্য প্রদান করবেন একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের পরিচালক সোহরাব উদ্দিন।  

এ ছাড়াও থাকবেন দেশের জনপ্রিয় ও বরেণ্য নৃত্যশিল্পী ও পরিচালক আমানুল হক, জিনাত বরকতউল্লাহ, মিনু হক, গেলাম মোস্তফা খান, দীপা খন্দকার, ফারহানা চৌধুরী বেবী, ওয়ার্দা রিহাব, এম আর ওয়াসেক, বেনজীর সালাম, র‌্যাচেল এগনেস প্যারিস, সামিনা হোসেন প্রেমা, তামান্না রহমান, মাহফুজুর রহমান, মুনমুন আহমেদ, তাবাসসুম আহমেদ, কবিরুল ইসলাম রতন, নিলুফার ওয়াহিদ পাপড়ী, আনিসুল ইসলাম হীরু, বেলায়েত হোসেন খান, ফাতেমা কাশেম, সাজু আহমেদ, মুনিরা বেগম হ্যাপী, সুলতানা হায়দার ও সুকোমল ইফতেখার কাকনসহ আরো অনেক নৃত্যশিল্পী ও পরিচালক এবং বিভিন্ন নৃত্য সংগঠনের প্রশিক্ষণার্থীরা।

বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।