ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

জাতীয় নাট্যউৎসবে যাচ্ছে ফেনীর ‘রেপার্টরী’ নাট্যদল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১৬
জাতীয় নাট্যউৎসবে যাচ্ছে ফেনীর ‘রেপার্টরী’ নাট্যদল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফেনী: জাতীয় নাট্য উৎসবে অংশ গ্রহণ করছে ফেনী জেলা শিল্পকলা একাডেমির ‘রেপার্টরী' নাট্যদল।  

বুধবার (০৭ সেপ্টেম্বর) বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত উৎসবে ফেনীর ‘রেপার্টরী’নাট্যদলসহ দেশের বিভিন্ন জেলা থেকে আগত নাট্য সংগঠনগুলো অংশ নেবে।

জানা যায়, বুধবার রাত আটটায় শিল্পকলার এক্সপেরিমেন্টাল হলে ফেনীর ‘রেপার্টরী’ নাট্যদল ‘জীবনের ভাগ্য’ নাটকটি মঞ্চস্থ হবে। সুশান্ত হালদারের রচনায় নাটকটি নির্দেশনা দিয়েছেন ফেনীর নাট্য ব্যক্তিত্ব নাসির উদ্দিন সাইমুম।  

নাটকটিতে অভিনয় করবেন তাহমিনা তোফা সীমা, মাকসুদুল করিম সুজন, সাজ্জাদুল ইসলাম  দোলন, ফজলুল হক রনি, আব্দুল্লাহ্ আল নোমান, তাসফিয়াহ ইসলাম অহনা, মাহমুদুল হক মায়ান, তাজুল ইসলাম রিয়াদ, রেহানা ইয়াসমিন, মো. রুমন হাওলাদার, শান্তনু দেবনাথ, অমিত মজুমদার,  মো. তারেকুল ইসলাম তারেক, বিজয় নাথ, মো. মাহমুদুল হাসান চৌধুরী তাহমিদ, মো. মাসুম ইবনে বাবুল লিমন, মোহাম্মদ হাসান, মো. আওলাদ হোসেন চৌধুরী জয়, মো. আল ইকরামুল ইসলাম নয়ন, ওসমান গণি রুমন, মো. মেহেদী হাসান মেহেদী, গোপাল দাস, সজল চন্দ্র দেবনাথ, সঞ্জয় কান্তি পাল, তন্ময় ও নয়ন দেবনাথ প্রমুখ।  

ফেনী জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার এস.এম.টি কামরান হাসান জানান, নাট্য উৎসবে অংশ গ্রহণের সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৬
পিসি/
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।