ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

নায়িকা থেকে গায়িকা শাহতাজ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১৬
নায়িকা থেকে গায়িকা শাহতাজ শাহতাজ মনিরা হাশেম-ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ছোটপর্দার এ সময়ের মডেল-অভিনেত্রী শাহতাজ এবার গান নিয়ে আসছেন শ্রোতাদের জন্য। তার গাওয়া প্রথম গান গানচিল মিউজিক থেকে বের হচ্ছে এবারের ঈদ উপলক্ষে।

এর শিরোনাম ‘উড়ে যাই’।  

শাহতাজ মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দুপুরে বাংলানিউজকে জানান, এবারই প্রথম গাইলেন। ‘উড়ে যাই’ গানটিতে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন নবীন গায়ক বামি। এর কথা লিখেছেন তৌফিক। সুর ও সংগীত পরিচালনা করেছেন অদিত। ঈদের পর এর মিউজিক ভিডিও হবে বলে জানা গেছে।

গান কখনও শেখেননি জানিয়ে শাহতাজ বললেন, ‘আমার বড় বোন তনিমা গান গায়। তবে সে-ও গান শেখেনি। ওর গলা ঈশ্বরপ্রদত্ত বলতে পারেন। ’

প্রথমবার গায়িকা হিসেবে আত্মপ্রকাশ করলেও দর্শকদের সামনে গান গাওয়ার অভিজ্ঞতা আছে শাহতাজের। এসএ টিভির একটি অনুষ্ঠানে জনপ্রিয় ইংরেজি গান গেয়েছিলেন তিনি।  

নিয়মিত গাইবেন কি-না জানতে চাইলে শাহতাজ বলেছেন, ‘এখনও নিশ্চিত নই। এটা আসলে নির্ভর করে প্রথম গান বের হওয়ার পর কেমন সাড়া পাই তার ওপর। তবে আমরা সবাই এ নিয়ে অনেক আশাবাদী। ’

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।