ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

সালমান শাহ ফ্যান ক্লাবের কথা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১৬
সালমান শাহ ফ্যান ক্লাবের কথা

ঢাকা: প্রয়াত চিত্রনায়ক সালমান শাহর অন্ধভক্ত মাহবুবুর রহমান রিয়াদ। প্রিয় তারকার স্মৃতি নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি খুলেছেন ‘সালমান শাহ ফ্যান ক্লাব’।

দেশীয় চলচিত্রের ক্ষণজন্মা নায়ককে ভালোবেসেই পেজটি পরিচালনা করছেন তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী রিয়াদ বাংলানিউজকে জানান, সালমান শাহ স্মরণে ২০১৩ সালের ২ সেপ্টেম্বর এই ফ্যানপেজ চালু করেন তিনি। দেখতে দেখতে চার বছরে পা রাখলো এটি।  

রিয়াদ বাংলানিউজকে বললেন, ‘আমার নিজের সংগ্রহে থাকা সালমান শাহর কিছু ছবি নিয়মিত পোস্ট করে আসছি এই পেইজে। এক্ষেত্রে অনেক সালমান ভক্ত আমাকে সহযোগিতা করেছেন ও অনুপ্রেরণা জুগিয়ে যাচ্ছেন। ইতোমধ্যে এই পেজে ২৩ হাজার ৯২০ জন সালমান ভক্ত লাইক দিয়েছেন। একটি লাইকও আমি কিনিনি। ’

যোগ করে রিয়াদ বলেন, ‘মৃত্যুর আগ পর্যন্ত মহানায়ক সালমান শাহ স্মরণে ও তরুণ প্রজন্মকে তার সম্পর্কে ধারণা দেওয়ার জন্য কাজ করে যেতে চাই। এ প্রজন্মের ছেলেমেয়েদের জানাচ্ছি, একসময় আমাদের দেশে বলিউড সুপারস্টারদের চেয়েও স্টাইলিশ ও মেধাবী অভিনেতা ছিলেন, তার স্টাইল এখনও বলিউড সুপারস্টাররা অনুসরণ করেন। নতুন প্রজন্ম যখন হিন্দি বা ইংরেজি ছবির দিকে ঝুঁকছে, তখন দেশীয় চলচ্চিত্রকে সালমান শাহর মতো প্রতিভাকে অনুসরন করেই এগিয়ে যেতে হবে। ’

সালমান শাহ ফ্যান ক্লাবের ফেসবুক পেজ ফলো করে ভক্তরা তার অনেক পুরনো ছবি, গল্প এবং ভিডিও দেখতে পারবেন। ঠিকানা : https://www.facebook.com/SuperHeroSalmanShah/?__mref=message_bubble।
* (পাশের ছবিতে মাহবুবুর রহমান রিয়াদ)  

বাংলাদেশ সময় : ১৮০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৬
এমএন/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।