ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

পালকিতে চড়ে শ্বশুরবাড়ি যাচ্ছেন নীলা!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১৬
পালকিতে চড়ে শ্বশুরবাড়ি যাচ্ছেন নীলা! নীলাঞ্জনা নীলা

‘ছোটবেলা থেকে বিভিন্ন ছবিতে ঘোড়ার গাড়ি ও পালকিতে বউ যাওয়া দেখে আমার ইচ্ছে ছিলো আমিও বিয়েতে ঘোড়ার গাড়ি কিংবা পালকিতে চড়বো। তবে এখন ঘোড়ার গাড়িতে বউ চড়ার চল বিলুপ্তপ্রায়।

সেই সঙ্গে পালকিতে বউ যাওয়ার রীতিও হারিয়ে গেছে। তবুও আমার ছোটবেলার ইচ্ছাটি শুটিং করতে এসে পূরণ হলো’- উচ্ছ্বাস নিয়ে বাংলানিউজকে বলছিলেন ছোটপর্দার এ সময়ের অভিনেত্রী নীলাঞ্জনা নীলা।

বসুন্ধরা এলপি গ্যাসের একটি বিজ্ঞাপনচিত্রে মডেল হয়েছেন নীলাঞ্জনা নীলা। এর গল্পের প্রয়োজনে নববধূর বেশে পালকিতে চড়েছেন তিনি। গল্পে দেখা যাবে, নববধূ নীলা বিয়ের পর সংসার শুরুর সময় থেকেই বসুন্ধরা এলপি গ্যাস ব্যবহার করছেন। বৃদ্ধা হওয়ার পরও তিনি একই গ্যাস সিলিন্ডার ব্যবহার করে যাচ্ছেন। এজন্য তাকে বৃদ্ধাও সাজতে হয়েছে।  

বিজ্ঞাপনচিত্রটি নির্মাণ করেছেন হাসান তৌফিক অঙ্কুর। গত ৪ ও ৫ সেপ্টেম্বর গাজীপুরে এর দৃশ্যধারণ সম্পন্ন হয়। শিগগিরই দেশের টিভি চ্যানেলগুলোতে বসুন্ধরা এলপি গ্যাসের এই প্রচারণা শুরু হবে।

বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৬
জেএমএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।