ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ঢাকায় তোপের মুখে কলকাতার সংগীতশিল্পী আকাশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২১ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১৬
ঢাকায় তোপের মুখে কলকাতার সংগীতশিল্পী আকাশ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

যৌথ প্রযোজনার ছবি সুমন পরিচালিত ‘রক্ত’র প্রচারণায় যোগ দিতে ঢাকায় এসেছেন কলকাতার সংগীতশিল্পী আকাশ। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) বিকেলে ঢাকার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থার (বিএফডিসি) জহির রায়হান কালার ল্যাবে ছবিটির সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন তিনি।

 

সম্প্রতি ইউটিউবে উন্মুক্ত হওয়া এ ছবির ‘ডানা কাটা পরী’ গানটি জনপ্রিয় হলেও এর সুর নকলের অভিযোগ উঠেছে। সংবাদ সম্মেলনে এ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন গানটির সংগীত পরিচালক আকাশ।

যৌথ প্রযোজনার বেশকিছু ছবিতে ব্যবহার করা হয়েছে আকাশের সুর। এরই ধারাবাহিকতায় ‘রক্ত’র জন্য তিনি তৈরি করেছেন আইটেম গান ‘ডানা কাটা পরী’। এর সুরের সঙ্গে সানি লিওন অভিনীত ‘সুপার গার্ল ফ্রম চায়না’র সঙ্গে অনেকাংশেই মিলে যায়।  

সংবাদ সম্মেলনে ‘ডানা কাটা পরী’ গানটির সুর নকল করা হয়েছে এমন অভিযোগ তুললে আকাশ কোনো সদুত্তর দিতে পারেননি। তার দাবি, ‘আমি নকল করিনি। দুটি গানের মধ্যে কোনো মিল নেই। ’ 

এরপর দুটি গানের সুর পরপর গেয়ে শুনিয়ে সাংবাদিকদের কাছে আকাশ জানতে চান ‘কোনো মিল আছে?’ এরপরেই হাসির রোল উঠে মিলনায়তন জুড়ে। কারণ দুটি গানের সুরেই সাদৃশ্য পাওয়া গেলো! দুটি গানই গেয়েছেন ভারতীয় সংগীতশিল্পী কনিকা কাপুর।  ‘ডানা কাটা পরী’ গানে কনিকার সঙ্গে আকাশও কণ্ঠ দিয়েছেন। কম্পোজার হিসেবে তার নামই উল্লেখ করা হয়েছে ইউটিউব চ্যানেলে।

ঈদ উপলক্ষে মুক্তি প্রতীক্ষিত ছবিটির নায়িকা পরীমনি, নবাগত নায়ক রোশন, ‘রক্ত’র প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার স্বত্ত্বাধিকারী আব্দুল আজিজও ছিলেন সংবাদ সম্মেলনে। কলকাতার এসকে মুভিজও এর আরেক প্রযোজক।

বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৬
এসও/টিএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।