ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ছয় ছবির গান নিয়ে ধারাবাহিক নাটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১৬
ছয় ছবির গান নিয়ে ধারাবাহিক নাটক

দেশীয় চলচ্চিত্রের স্বর্ণযুগের গানগুলো এখনও শ্রোতাদের বিমোহিত করে। এর প্রভাব পড়েছে এখনকার টিভি নাটকেও।

কিছু কিছু গান অবলম্বনে তৈরি হচ্ছে গল্প। তেমন ছয়টি গান নিয়ে ‘একমুঠো ভালোবাসা’ নামের একটি ধারাবাহিক নাটক পরিচালনা করলেন অনন্য ইমন। পৃথক ছয়টি ভালোবাসার গল্প উপস্থাপন করা হবে এতে।  

‘ঘুড্ডি’ ছবিতে ব্যবহৃত লাকী আখান্দের সুর করা ‘আবার এলো যে সন্ধ্যা’ অবলম্বনে তৈরি হয়েছে ‘মেলোডি মোমেন্ট’ নামের নাটক। এতে অভিনয় করেছেন চিত্রনায়ক নিরব ও অভিনেত্রী ফারহানা মিলি। গল্পটি সাইবার ক্রাইমকে ঘিরে। মিলি ফেসবুকে একজনের সঙ্গে বন্ধুত্ব করে। এমনকি তার সঙ্গে দেখা করারও চেষ্টা চালায়। কিন্তু মাঝে তার দেখা হয়ে যায় নিরবের সঙ্গে। ধীরে ধীরে তাদের মধ্যে গড়ে ওঠে ভালোবাসার সম্পর্ক।

সালমান শাহ ও মৌসুমী অভিনীত ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবির ‘এখন তো সময় ভালোবাসার’ গান নিয়ে বানানো হয়েছে ‘ফাইন টুইন’। এ নাটকে দেখানো হয়েছে বন্ধুত্ব থেকে প্রেমের সম্পর্ক গড়ে ওঠার গল্প। দীর্ঘদিনের বন্ধুত্বের পর একজোড়া তরুণ-তরুণী অনুভব করতে পারে, এখন তো সময় তাদের ভালোবাসার কথা বলার। অভিনয়ে তৌসিফ মাহবুব ও অর্চিতা স্পর্শীয়া।

আহমেদ ইমতিয়াজ বুলবুলের কথা ও সুরে এন্ড্রু কিশোরের গাওয়া ‘পড়ে না চোখের পলক’ অবলম্বনে নির্মিত নাটকে দেখা যাবে ইন্তেখাব দিনার ও অপর্ণা ঘোষকে। গল্পে অপর্ণার ভালোবাসা না পেয়ে আত্মহত্যা করতে চায় দিনার। পরে জানা যায় মেয়েটি লিউকোমিয়া রোগে আক্রান্ত। সে যে কোনো সময় মারা যেতে পারে।

সাবিনা ইয়াসমিনের গাওয়া ‘এই মন তোমাকে দিলাম’ গানের ভাব নিয়ে সাজানো হয়েছে ‘সিম্ফনি অব লাভ’। এতে অভিনয় করেছেন এফএস নাঈম ও শবনম ফারিয়া। দুই বন্ধুকে ঘিরে এর গল্প। তারা একে অপরের সঙ্গে সবসময় ঝগড়া করে। কিন্তু কখনও ভালোবাসার কথা বলতে পারেনা। হঠাৎ তারা বিয়ের সিদ্ধান্ত নেয়।  

রুনা লায়লা ও এন্ড্রু কিশোরের গাওয়া ‘আমি একদিনে তোমায় না দেখিলে’ গান অবলম্বনে বানানো নাটকে চিত্রনায়ক আমিন খানকে পরিচালক আর ভাবনাকে দেখা যাবে নায়িকার চরিত্রে। একসঙ্গে কাজ করতে করতে তাদের মধ্যে প্রেম হয়। কিন্তু হঠাৎ তাদের সম্পর্কে চিড় ধরে।

‘ভালোবাসা যতো বড় জীবন ততো বড় নয়’ গান অবলম্বনে নির্মিত নাটকে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ ও সুজানা জাফর। ইরফানকে দেখা যাবে কবির ভূমিকায়। প্রেমিক সময় দিতে পারে না বলে কবিকে ভাড়া করে আনে এক তরুণী। একসময় তাকে ভালোবেসে ফেলে কবি। পটাশিয়াম খেয়ে ভালোবাসার প্রমাণ দিতে চায় সে।

‘একমুঠো ভালোবাসা’ প্রসঙ্গে পরিচালক অনন্য ইমন বাংলনিউজকে বললেন, ‘জনপ্রিয় এই গানগুলোর ভাব অবলম্বনে নাটকগুলো বানিয়ে আমি আনন্দিত। গানগুলোর কিছু অংশ ব্যবহার হয়েছে নাটকগুলোতে। মাছরাঙা টেলিভিশনে ঈদের দিন থেকে ষষ্ঠ দিন পর্যন্ত প্রতি রাত সাড়ে ১০টায় প্রচার হবে ধারাবাহিকটি। ’

বাংলাদেশ সময়: ০১০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১৬
জেএমএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।