ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

দুলাভাইয়ের বিদেশফেরত বন্ধু অপূর্ব, শ্যালিকা সারিকা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১২ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১৬
দুলাভাইয়ের বিদেশফেরত বন্ধু অপূর্ব, শ্যালিকা সারিকা সারিকা ও অপূর্ব

প্রায় দেড় যুগ ধরে বছরের বিশেষ বিশেষ দিনে প্রচার হচ্ছে ম্যাগাজিন অনুষ্ঠান ‘পাঁচফোড়ন’। এবারের ঈদের বিশেষ ‘পাঁচফোড়ন’ সাজানো হয়েছে শ্যালিকা ও দুলাভাইয়ের বিদেশফেরত বন্ধুর মধ্যে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা নিয়ে।

এতে বিদেশফেরত বন্ধুর ভূমিকায় অভিনেতা অপূর্ব আর শ্যালিকার চরিত্রে অভিনয় করলেন মডেল-অভিনেত্রী সারিকা।  

এ অনুষ্ঠানে গান থাকছে তিনটি। একটি গেয়েছেন রবি চৌধুরী ও দিনাত জাহান মুন্নি। এর কথা লিখেছেন জুলফিকার রাসেল, সুর করেছেন রবি চৌধুরী, সংগীত পরিচালনায় বিনোদ রায়। এস আই টুটুলের গাওয়া একটি গানে নেচেছেন একঝাঁক নৃত্যশিল্পী। আর একটি গান গেয়েছেন এ প্রজন্মের কণ্ঠশিল্পী প্রতিক হাসান ও পূজা। এটি লিখেছেন লিটন অধিকারী রিন্টু, সুর ও সংগীত পরিচালনায় প্রতিক হাসান।  

থাকছে সোহেল ও আনিকা কবির শখের পরিবেশনায় নাচ। এই নৃত্যে অংশগ্রহণ করেছে একদল নৃত্যশিল্পী। গরুর বীমা ও গরুর শৃক্সখলাবোধ ও সময়ানুবর্তিতা নিয়ে রয়েছে দুটি প্রতিবেদন।  

কোরবানি ঈদ ও অন্যান্য বিষয়ের ওপর আছে ব্যঙ্গাত্মক ও রসাত্মক নাট্যাংশ। অভিনয় করেছেন কেএস ফিরোজ, মাসুম আজিজ, জিয়াউল হাসান কিসলু, সোলায়মান খোকা, আব্দুল আজিজ, সুভাশিষ ভৌমিক, জিল্লুর রহমান, কামাল বায়েজিদ, বিনয় ভদ্র, তোহা, জাহিদ চৌধুরী, জামিল, রতন খান, মুকুল সিরাজ, নিসা, সুজাত শিমুল, আনোয়ার শাহী, নজরুল ইসলাম, মতিউর রহমান, ফরিদ আহমেদ ও অনেকে।

ঈদুল আজহা উপলক্ষে ঈদের বিশেষ ‘পাঁচফোড়ন’ নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। এটিএন বাংলায় ঈদের দ্বিতীয় দিন রাত ৮টা ৫০ মিনিটে প্রচার হবে অনুষ্ঠানটি।

বাংলাদেশ সময়: ০১০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।