ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

‘প্রীতিলতা’য় নবাব সিরাজউদ্দৌলার বংশধর

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১৬
‘প্রীতিলতা’য় নবাব সিরাজউদ্দৌলার বংশধর সৈয়দ গোলাম আব্বাস আরেব

বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন নবাব সিরাজউদ্দৌলা। পলাশীর যুদ্ধে তার পরাজয় ও মৃত্যুর পরই ভারতবর্ষে ইংরেজ-শাসনের সূচনা হয়।

তখন জন্মভূমির স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছিলেন প্রীতিলতা ওয়াদ্দেদার। তার জীবন কাহিনি নিয়ে তৈরি হতে যাচ্ছে ‘প্রীতিলতা’ নামের একটি চলচ্চিত্র। এতে অভিনয় করবেন নবাবের নবম বংশধর সৈয়দ গোলাম আব্বাস আরেব।

জানা গেছে, ‘প্রীতিলতা’য় নবাব সিরাজউদ্দৌলা যাত্রাপালার একটি দৃশ্য আছে। এ দৃশ্যে নবাবের ভূমিকায় অভিনয় করবেন তারই বংশধর আরেব। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ছবিটিতে সিরাজকে রাখা হয়েছে জেনে ভালো লাগছে। আমার সেরাটুকু দেওয়ার চেষ্টা করবো। যদিও এর আগে কখনও অভিনয় করিনি। তাই এটা আমার জন্য খুবই চ্যালেঞ্জের একটি কাজ। হোক একটি দৃশ্য কিন্তু চরিত্রটা নবাবের। সেজন্যই আমি অনেক বেশি সতর্ক। ’

গোলাম রাব্বানীর চিত্রনাট্য ও সংলাপে ছবিটি পরিচালনা করবেন রাশিদ পলাশ। এর পোশাক পরিকল্পনা করছেন বিবি রাসেল। পান্ডুলিপি উপদেষ্টা হিসেবে আছেন সেলিনা হোসেন ও মাতিয়া বানু শুকু। শিগগিরই ছবিটির অন্যান্য চরিত্রের অভিনয়শিল্পীদের নাম ঘোষণা করা হবে বলে জানা যায়। প্রীতিলতা ট্রাস্টও যুক্ত আছে ছবিটির সঙ্গে।

বাংলাদেশ সময়: ০১২১ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।