ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

‘আয়নাবাজি’র গান নিয়ে মিউজিক ভিডিও প্রতিযোগিতা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১৬
‘আয়নাবাজি’র গান নিয়ে মিউজিক ভিডিও প্রতিযোগিতা দৃশ্য: ‘আয়নাবাজি’

‘আয়নাবাজি’ ছবিতে ফুয়াদের সুরা ‘লাগ ভেলকি লাগ’ শিরোনামের গানটি নিয়ে তৈরি হবে একটি মিউজিক ভিডিও। এ নিয়ে চলছে একটি প্রতিযোগিতা।

এতে অংশ নিতে পারছেন দর্শকরা। তাদের পাঠানো ভিডিও দেখে ভাবনা নির্বাচন করা হবে বলে জানা গেছে।  

ছবিটির পরিচালক অমিতাভ রেজা বলেন, ‘লাগ ভেলকি লাগ মজার একটি গান। এর চিত্রায়নে অনেক মজার হতে পারে। তরুণ নির্মাতাদের কাজের সঙ্গে আমার যোগসূত্র তৈরি করাই এ প্রতিযোগিতার মূল উদ্দেশ্য। ’ 

প্রতিযোগিতার বিজয়ীরা ‘আয়নাবাজি’র প্রিমিয়ার উপভোগের সুযোগ পাবেন। পাশাপাশি থাকছে অমিতাভ রেজার পরবর্তীতে চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ।  

মিউজিক ভিডিও জমা দেওয়ার সময় আগামী ২২ সেপ্টেম্বর পর্যন্ত। এতে অংশগ্রহণ করতে আগ্রহীদেরকে মিউজিক ভিডিও পাঠাতে হবে এ ই-মেইলে aynabajithemovie@gmail.com। গানটি গেয়েছেন জোহান আলমগীর ও শেখ ইসতিয়াক। ‘আয়নাবাজি’ মুক্তি পাবে ঈদের পর। এতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মাসুমা রহমান নাবিলা, পার্থ বড়ুয়া, লুৎফর রহমান জর্জ, গাউসুল আলম শাওন প্রমুখ।

বাংলাদেশ সময়: ০১৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।