ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

মিউজিক ভিডিও নিয়ে এলেন ন্যানসি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১৬
মিউজিক ভিডিও নিয়ে এলেন ন্যানসি ন্যানসি, ছবি-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কণ্ঠশিল্পীরা আজকাল নিজেই মডেল হচ্ছেন। অনেকে আবার ভিডিওর নাচেও অংশ নিচ্ছেন।

জনপ্রিয় গায়িকা ন্যানসিকে এভাবে খুব বেশি পাওয়া যায়নি। সম্প্রতি নিজের গাওয়া একটি গানের ভিডিওতে অংশ নিয়েছেন তিনি।   

ন্যানসির নতুন গানটির শিরোনাম ‘ভালোবাসো বলেই’। গত পহেলা বৈশাখে সাউন্ডটেক থেকে প্রকাশিত ন্যানসির একক অ্যালবামের টাইটেল ট্র্যাক এটি। ‘তুমি ভালোবাসো বলেই আমার কাটে যে দিন ভালো/তুমি ভোরের সূর্য হয়ে ছড়াও সুখের আলো’- এমন কথার গানটি লিখেছেন আহমেদ রিজভী। সুর করেছেন নাজির মাহমুদ, সংগীত পরিচালনায় মুশফিক লিটু। ভিডিওটি তৈরি করেছেন চন্দন রয় চৌধুরী। এতে মডেল হয়েছেন শিপন ও সোমা। বাংলানিউজের সঙ্গে আলাপে ন্যানসি জানান, চতুর্থ এককটি তৈরি হওয়ার সময়ই ভেবেছিলেন গানের ভিডিওতে অংশ নেবেন। অবশেষে ভিডিওটি এলো। গানের পাশাপাশি ভিডিওরও প্রশংসা পাচ্ছেন তিনি।  ্

এদিকে ন্যানসির গাওয়া নতুন কয়েকটি আসছে ঈদ উপলক্ষে। এর মধ্যে সিডি চয়েস থেকে বের হচ্ছে ‘ন্যানসি উইথ স্টারস’। রবি ইয়োন্ডার মিউজিক অ্যাপস প্রকাশ করছে ন্যানসির গাওয়া ‘নদী আমার’ শিরোনামের একটি গান।

* ‘ভালোবাসো বলেই’ গানের ভিডিও: 

বাংলাদেশ সময়: ১৩০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১৬
এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।