ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ঈদে জয়ের কণ্ঠে দুই গান 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১৬
ঈদে জয়ের কণ্ঠে দুই গান  জয় শাহরিয়ার

ঈদে কয়েকটি গান নিয়ে আসছেন ‘সত্যি বলছি’খ্যাত সংগীতশিল্পী জয় শাহরিয়ার। তার সুর ও সংগীতে ছয়টি গান গেয়েছেন  শিল্পীরা।

এর মধ্যে আছেন কলকাতার দুই শিল্পী রূপঙ্কর ও শিলাজিৎ। একই ঈদে জয় অন্যের সুর-সংগীতে গেয়েছেন দুটি গান।  

ঈদে আজব রেকর্ডস থেকে প্রকাশ হচ্ছে জয় শাহরিয়ারের নতুন সিঙ্গেল ‘স্বপ্ন পাখির ডানা’। এটি তারই লেখা। সুর ও সংগীত আয়োজন করেছেন সেতু চৌধুরী। গানটি এক্সক্লুসিভলি শোনা যাচ্ছে জিপি মিউজিক অ্যাপসে। থাকছে আইটিউনস, এমাজন, স্পটিফাই, রেপসডিসহ ২৫০ পোর্টালে।  

জয়ের গাওয়া অন্য গানটি সুর ও সংগীতায়োজন করেছেন নাবিদ সালেহীন। এটি থাকছে আজবেরই একটি মিশ্র অ্যালবামে। এর নাম ‘যা ইচ্ছে তোমার’। অ্যালবামের অন্য শিল্পীরা হলেন সন্ধি ও নাওমি।  

ঈদের গান প্রসঙ্গে জয় বলেন, ‘গত ঈদেও আমার কয়েকটি গান প্রকাশ হয়েছিলো। এরই ধারাবাহিকতায় এবারও নতুন গান নিয়ে আসছি। এক সময় শুধু নিজের জন্য গান তৈরি করতাম। এখন অবশ্য নতুন-পুরনো শিল্পীদের জন্য কাজ করছি। এটা উপভোগ করছি। ’

বাংলাদেশ সময়: ১৫৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১৬
এসও  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।