ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

তিন বন্ধুর জীবন বদলে যাওয়ার গল্প

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১৬
তিন বন্ধুর জীবন বদলে যাওয়ার গল্প

শহর থেকে গ্রামে বেড়াতে আসা একই মেয়েকে ভালোবাসে তিন বন্ধু। তাদের কেউ তোতলা, কেউ বাচাল।

তোতলার মুখে গান আর বাচালকে তোতলা হতে বাধ্য করে মেয়েটি। প্রেমের জন্য তিন বন্ধু পরস্পরকে অনুকরণ করতে গিয়ে পড়ে নানান বিপাকে। শেষ পর্যন্ত তারা বুঝতে পারে তাদের চেষ্টার কোনো ফল হবে না। কারণ মেয়েটি বিবাহিতা! তারা বুঝতে পারে অন্যকে অনুকরণ নয়, নিজের মতো বাঁচার মধ্যেই আছে জীবনের সার্থকতা।

এক প্রেমিকার জন্য তিন বন্ধুর বদলে যাওয়ার এমন গল্প নিয়ে তৈরি হলো টেলিছবি ‘বিট লবণ’। এতে তিন বন্ধুর ভূমিকায় অভিনয় করেছেন সাজু খাদেম, প্রাণ রায় ও মিলন ভট্টাচার্য। প্রেমিকার চরিত্রে আছেন ছোটপর্দার এ সময়ের অভিনেত্রী শবনম ফারিয়া।  

প্রাণ রায় জানালেন, শুটিং চলাকালীন হাসতে হাসতে অনেক সময় শট দিতেও হিমশিম খেতে হয়েছে তাদেরকে। সাজু খাদেম বলেছেন, ‘ঘটনা আর চরিত্রের কর্মকাণ্ডই দর্শকদের হাসির খোরাক জোগাবে, আলাদা করে সুড়সুড়ি দিতে হবে না। এমন স্ক্রিপ্টে অভিনয় করে আনন্দ পেয়েছি। ’ 

‘বিট লবণ’ লিখেছেন নূর সিদ্দিকী। তিনি বললেন, ‘সাধারণ তিন যুবকের সাদামাটা জীবনে শহুরে মেয়েটি কিছুটা আনন্দ দিয়েছে, জীবন সম্পর্কে ধারণাও বদলে দিয়েছে বলেই এর নাম বিট লবণ। ’

টেলিছবিটি পরিচালনা করেছেন রুশো রকিব। মাছরাঙা টেলিভিশনে ঈদের পঞ্চম দিন রাত সাড়ে ১১টায় প্রচার হবে এটি। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন নাজিবা, প্রমি, স্বর্ণা ও চৈতী।

বাংলাদেশ সময়: ০৫২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৬

জেএইচ/এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।