ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ক্রিকেটপ্রেমী ইরফান সাজ্জাদ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১৬
ক্রিকেটপ্রেমী ইরফান সাজ্জাদ

ক্রিকেট খেলা পছন্দ করেন না এমন মানুষ কমই আছেন। সব শ্রেনী-পেশার মানুষের কাছে জনপ্রিয় এই খেলা।

অভিনয়শিল্পীদের অনেকেই ক্রিকেটপ্রেমী। অভিনেতা ইরফান সাজ্জাদের প্রিয় খেলা ক্রিকেট। ইরফান উচ্ছ্বসিত। কারণ ঈদুল আজহা উপলক্ষে ‘স্বপ্ন’ নামের একটি নাটকে তাকে পাওয়া যাবে ক্রিকেটারের চরিত্রে। নাটকটিতে তার সহশিল্পী আনিকা কবীর শখ।

ইরফান সাজ্জাদ বাংলানিউজকে বললেন, “অভিনেতা না হলে হয়তোবা ক্রিকেটার হতাম। ছোটবেলা থেকেই আমি ক্রিকেটপ্রেমী। মাঠে গিয়ে খেলা করি, মা পছন্দ করতেন না। মাঝে মাঝে তাকে না জানিয়েই খেলতে যেতাম। পরে ঠিকই বকাও শুনতাম। খেলতে গিয়ে আঘাতও পেয়েছি। অনেক মজার মজার ঘটনাও আছে। গত বছরের ঈদে ‘রান অব লাক’ নাটকের গল্পটিও ক্রিকেটনির্ভর ছিলো। ‘স্বপ্ন’-এর শুটিংয়ের জন্য ক্রিকেট খেলেছি। ” ‘স্বপ্ন’ নাটকে এবারই প্রথম শখের সঙ্গে অভিনয় করেছেন ইরফান। তিন বছর আগে দু’জনে একটি নৃত্যে অংশ নিয়েছিলেন। ‘স্বপ্ন’ লিখেছেন ইমরাউল রাফাত, পরিচালনা করেছেন ওয়াসিম সিতার। ঈদ আয়োজনে নাটকটি দেশ টিভিতে প্রচার হবে।  

বাংলাদেশ সময়: ১১০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১৬
জেএমএস/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।