ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

‘নীলের বউ রাশি’তে জাহিদ-মৌ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২০ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১৬
‘নীলের বউ রাশি’তে জাহিদ-মৌ জাহিদ হাসান ও মৌ

তারকা দম্পতি জাহিদ হাসান ও সাদিয়া ইসলাম মৌ অভিনয় করেছেন ঈদের বেশ কয়েকটি নাটক-টেলিছবিতে। তবে তাদেরকে একফ্রেমে দেখা যাবে কেবল একটি ধারাবাহিকে।

‘নীলের বউ রাশি’তে একসঙ্গে অভিনয় করেছেন দু’জনে।

সাত পর্বের নাটকটি পরিচালনা করেছেন জাহিদ হাসান। তিনিই আছেন মুখ্য চরিত্রে। এতে তার বিপরীতে মৌ ছাড়াও অভিনয় করেছেন ছোটপর্দার বেশ কয়েকজন অভিনেত্রী। তারা হলেন- তারিন, বন্যা মির্জা, নাদিয়া, ভাবনা, সারিকা ও মেহরিন নিশা।  

‘নীলের বউ রাশি’ লিখেছেন ইফফাত আরেফিন মাহমুদ। ঈদের দিন থেকে ঈদের সপ্তম দিন পর্যন্ত প্রতি রাত ১১টা ২৫ মিনিটে একুশে টেলিভিশনে প্রচার হবে ধারাবাহিকটি।

বাংলাদেশ সময়: ১২১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।