ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

লেখকের কোনো কাজই পছন্দ হয় না স্ত্রীর

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১৬
লেখকের কোনো কাজই পছন্দ হয় না স্ত্রীর শাহাদাৎ হোসেন ও নাদিয়া আহমেদ

লেখক রতন কাওয়াটুলী ভালোবেসে বিয়ে করেছিলো উচ্চবিত্ত পরিবারের আদুরে মেয়ে খেয়াকে। বিয়ের কিছুদিন পরই খেয়ার মোহভঙ্গ হয়।

লেখক স্বামীর কোনো কাজই তার পছন্দ হয় না। স্ত্রীর এমন আচরণে মর্মাহত হয় রতন। তার চেহারা-স্বাস্থ্য ভেঙে পড়ে। আপন সংসারে লেখক হয়ে ওঠে গুরুত্বহীন। তার নতুন বই প্রকাশের পর সাড়া ফেলে। কিন্তু নিখোঁজ হয় রতন।  

গল্পটি ‘পাগলাঘণ্টা’ নাটকের। এতে রতন চরিত্রে শাহাদাৎ হোসেন ও খেয়ার ভূমিকায় অভিনয় করেছেন নাদিয়া আহমেদ। এ ছাড়াও আছেন মাহবুবা রেজানুর, মোশারফ হোসেন, সুকর্ন হাসান ও বিভিন্ন নাট্য সংগঠনের শতাধিক কর্মী। চ্যানেল আইতে ঈদের আগের দিন সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে প্রচার হবে নাটকটি।  

নাটকটি লিখেছেন ও পরিচালনা করেছেন রেজানুর রহমান। তিনি বললেন, “সংসার যারই হোক স্বামী-স্ত্রীর মধ্যে পরস্পরের প্রতি আস্থা ও বিশ্বাসের জায়গাটা পোক্ত না হলে সংসার আসলে হয়ে ওঠে বিষময়। হন তিনি রাজনীতিবিদ, সমাজসেবী, ব্যবসায়ী, শিক্ষক, সাংবাদিক এমনকি লেখক। সবারই সংসার জীবনে স্বামী-স্ত্রীর মধ্যে শ্রদ্ধাবোধ থাকাটা জরুরি। এটাই ‘পাগলাঘণ্টা’র মূল বক্তব্য। ”

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।