ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

এক মোড়কে পাঁচ গায়িকা 

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১২ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১৬
এক মোড়কে পাঁচ গায়িকা  (বাঁ থেকে) ন্যানসি, কনা, জুলি, কোনাল ও ঐশী

এ সময়ের জনপ্রিয় ৫ গায়িকা ন্যানসি, কনা, জুলি, কোনাল ও ঐশী। নিজ নিজ গানে তারা পেয়েছেন খ্যাতি।

এবার ঈদ উপলক্ষে এই শিল্পীরা গেয়েছেন একটি মিশ্র অ্যালবামে।  

অ্যাডবক্সের ব্যানারে বের হয়েছে ‘ডিজে রাহাত উইথ স্টারস’। এতেই পৃথক পাঁচটি গানে কণ্ঠ দিয়েছেন ন্যানসি, কনা, জুলি, কোনাল ও ঐশী। গানগুলো হলো- ‘বন্ধু’, ‘চাঁদের কনা’, ‘অভিমানের দেয়াল’, ‘চলো বহুদূর’ ও ‘ভালোবাসা দাও’। সবগুলো গানের সংগীতায়োজন করেছেন ডিজে রাহাত। কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন, সুর দিয়েছেন মীর মাসুম ও রিয়াদ হাসান।  

ডিজে রাহাত বলেন, ‘প্রায় এক বছর ধরে অ্যালবামটি নিয়ে কাজ করেছি। টেকনো, হিপহপ ও মেলোডি গান দিয়ে এটি সাজিয়েছি। ’ 

ডিজে রাহাত জানান, জিপি মিউজিকে এক্সক্লুসিভলি শোনা যাচ্ছে গানগুলো। একই  সঙ্গে থাকছে গানবক্স-এর অ্যাপসেও।

বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৬
এসও  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।