ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

অনেকদিন পর টিভির জন্য গাইলেন জেমস

স্পেশাল করেপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১৬
অনেকদিন পর টিভির জন্য গাইলেন জেমস জেমস, ছবি-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

তরুণদেরকে সুরের জোয়ারে ভাসাতে অনেকদিন পর টিভির জন্য গাইলেন নগরবাউল জেমস। ঈদ উপলক্ষে নির্মিত ‘এমপ্লীফাইড’ নামের একটি অনুষ্ঠানে উপভোগ করা যাবে তার এই পরিবেশনা।


 
এ আয়োজনে নিজের জনপ্রিয় বেশকিছু গান গেয়েছেন রকতারকা জেমস। এর মধ্যে কিছু গান আছে যা তিনি সচরাচর কনসার্টে পরিবেশন করেননি বহুদিন। এ তালিকায় উল্লেখযোগ্য ‘বেদুঈন’, ‘মধ্যরাতের ডাকপিয়ন’, ‘জানালা ভরা আকাশ’ প্রভৃতি।
 
জেমসের ব্যবস্থাপক রুবাইয়াত ঠাকুর রবিন বাংলানিউজকে জানান, এরই মধ্যে অনুষ্ঠানটির ধারণকাজ সম্পন্ন হয়েছে। দীপ্ত টিভিতে ঈদের দ্বিতীয় দিন (১৪ সেপ্টেম্বর) রাত ১২টায় প্রচার হবে ‘এমপ্লীফাইড’। পরিচালনায় আশরাফ রনি।

এবারের ঈদ উপলক্ষে গানবাংলা চ্যানেল আয়োজিত ‘উইন্ড অব চেঞ্জ’ দ্বিতীয় আসরেও অংশ নিয়েছেন জেমস। এখানে তিনি পরিবেশন করেন কবি শামসুর রাহমানের কবিতা অবলম্বনে ‘নগরবাউল’ অ্যালবামের ‘তারায় তারায়’ এবং মারজুক রাসেলের লেখা ‘ঠিক আছে বন্ধু’ অ্যালবামের ‘মীরাবাঈ’।
 
বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।