ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

মজার চরিত্রে আমির খান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৬
মজার চরিত্রে আমির খান আমির খান

ইয়া বড় গোফ আর বিচিত্র দাড়ি। মাথা, কপাল, গলায় লোহা-লক্কর দিয়ে বানানো অদ্ভুত সব অলঙ্কার।

আমির খানকে এমন সাজগোজে দেখে মজা পাচ্ছেন সবাই। বলা হচ্ছে, ‘সিক্রেট সুপারস্টার’ নামের একটি ছবিতে এভাবে দেখা যাবে তাকে।  

ছবিটিতে বেশ কিছুক্ষণ অতিথি শিল্পী হিসেবে থাকছেন আমির। তার ম্যানেজার অদ্বৈত চন্দন ‘সিক্রেট সুপারস্টার’-এর মাধ্যমে পরিচালনায় আত্মপ্রকাশ করতে যাচ্ছেন। এর গল্প এক শিশুকে ঘিরে। সে গায়ক হতে চায়। আমির তারই পরামর্শক (মেন্টর) হিসেবে থাকেন। গুজরাটের বারোদায় এর দৃশ্যায়ন হয়েছে গত জুনে।  

পারফেকশনিস্ট খেতাবটি কেনো তার জন্য মানানসই তা প্রতিটি ছবিতে প্রমাণ করে আসছেন আমির। ‘দঙ্গল’ ছবিতে কুস্তিগীর চরিত্রে অভিনয়ের পর ‘সিক্রেট সুপারস্টার’-এ মজার ভাবমূর্তি নিয়ে হাজির হচ্ছেন ৫১ বছর বয়সী এই তারকা।  

বাংলাদেশ সময়: ০৯৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।