ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

এ কেমন আয়নাবাজি! (ভিডিও)

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৬
এ কেমন আয়নাবাজি! (ভিডিও) ‘আয়নাবাজি’ ছবিতে চঞ্চল চৌধুরী

কিছু রহস্যমুখ ও মুখোশ, ব্যঙ্গ, ছদ্মবেশ, ভাঙচুর, চর, গুলি, আর্তনাদ, রোম্যান্স, অট্টহাসি- এই নিয়ে ‘আয়নাবাজি’। ছবিটির ট্রেলার মুক্তির পর দৃষ্টি আকর্ষণ করছেন অভিনেতা চঞ্চল চৌধুরী।

বহুরূপী আয়না চরিত্রে তাকে চিনতে বেশ বেগ পেতে হবে দর্শককে- এমনটাই বোঝা গেলো ট্রেলার দেখে।  

আগামী ৩০ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে পরিচালক অমিতাভ রেজার অভিষেক ছবি ‘আয়নাবাজি’। অর্ণবের গান-ভিডিওর পর শুক্রবার (৯ সেপ্টেম্বর) ইউটিউবে এলো ছবিটির অফিসিয়াল ট্রেলার। ২ মিনিট ৬ সেকেন্ডের পুরো ট্রেলারটি রহস্যঘেরা।

আয়নাকে ঘিরে আশপাশের চরিত্রগুলোর সন্দেহ, ক্ষোভ আর অনুসন্ধিৎসু মনের জটিলতা টের পাওয়া গেছে ট্রেলারে। ‘এ কেমন আয়নাবাজি’, ‘লাগ ভেলকি লাগ ভেলকি আয়নাবাজির ভেলকি লাগ’ দুটি গানের সুর আরও অস্থিরতার ঈঙ্গিত দেয়।  

চঞ্চল চৌধুরীর পাশাপাশি নাবিলা, পার্থ বড়ুয়া, গাওসুল আলম শাওন, লুৎফর রহমান জর্জ প্রমুখের উপস্থিতি বেশ সাবলীল। সব মিলিয়ে টানটান উত্তেজনার আভাসই দিলেন অমিতাভ রেজা। ট্রেলার দেখে ছবি উপভোগের জন্য প্রেক্ষাগৃহে যাওয়ার একটা উপলক্ষ্য পাবেন দর্শক।  

* ‘আয়নাবাজি’ ছবির ট্রেলার : 

বাংলাদেশ সময়: ১২০৬, সেপ্টেম্বর ১০, ২০১৬
এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।