ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

শাকিবের মুখে ‘আমার সোনা বুবলি রে’ (ভিডিও)

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৬
শাকিবের মুখে ‘আমার সোনা বুবলি রে’ (ভিডিও) ‘বুবলি বুবলি বুবলি’ গানের দৃশ্যে শাকিব খান ও বুবলি

আইডিয়াটা ঢালিউড সুপারস্টার শাকিব খানের। ‘বসগিরি’র জন্য ‘বুবলি’ শিরোনামে তৈরি হবে ধুমধড়াক্কা ধাঁচের একটি গান।

তিনি হয়তো অনুমান করতে পেরেছিলেন ‘ভালো কিছু হবে’। হলোও তা-ই।  

শাকিবের হাত ধরে চলচ্চিত্রে আসা বুবলিকে গানে গানে ‘ইমপ্রেস’ করলেন তিনি! এরই মধ্যে গানটি উন্মুক্ত হয়েছে ললিপপের ইউটিউব চ্যানেলে। প্রশংসাও পাচ্ছে শাকিবের ক্যারিয়ারের ব্যতিক্রম এই গানটি।  

‘বুবলি বুবলি বুবলি আমার সোনা বুবলি রে/ধইরা নিছি তুইও আমার প্রেমে ডুবলিরে’- ঢাকাইয়া ভাষায় গানটি লিখেছেন কবির বকুল। সুর ও সংগীতায়োজন করেছেন শওকত আলী ইমন আর গেয়েছেন এস আই টুটুল।  গানটিতে র‌্যাপের ব্যবহার নতুন মাত্রা যোগ করেছে।

গানের কথায় পুরান ঢাকার সংস্কৃতি উঠে এলেও ‘বুবলি’র চিত্রায়ন হয়েছে থাইল্যান্ডের ব্যাংককে। মজার গানটিতে শাকিবকে বেশ স্বতঃস্ফুর্ত লেগেছে। বিভিন্ন গেটআপে তার অভিব্যক্তিও ফুটে উঠেছে সুন্দরভাবে।  

গানটি প্রসঙ্গে বুবলি বাংলানিউজকে জানিয়েছেন, অভিষেক ছবিতেই নিজের নামে তৈরি হওয়া গানে অংশ নিয়েছেন শাকিব খানের সঙ্গে। এটা তার জীবনে অন্যতম ঘটনা হয়ে থাকবে।  

শামীম আহাম্মেদ রনি পরিচালিত শাকিব খান ও বুবলি জুটির ‘বসগিরি’ মুক্তি পাচ্ছে ঈদের দিন (১৩ সেপ্টেম্বর)। খান ফিল্মসের ছবিটিতে আরও অভিনয় করেছেন মাজনুন মিজান, অমিত হাসান, কলকাতার রজতাভ দত্ত প্রমুখ।

* ‘বুবলি বুবলি বুবলি’ গানের ভিডিও: 

বাংলাদেশ সময়: ১৩২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৬
এসও/জেএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।