ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

সুজানার ‘লাকি সেভেন’ (ভিডিও)

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২১ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৬
সুজানার ‘লাকি সেভেন’ (ভিডিও) মিউজিক ভিডিওতে এবিএম সুমন ও সুজানা জাফর

গাড়ি দুর্ঘটনার শিকার হলেন মডেল-অভিনেত্রী সুজানা জাফর! তার কোনো ক্ষতি না হলেও গাড়ির চাপায় প্রেমিক ভীষণভাবে আহত। তাকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করেন তিনি।

 

‘তুই চলে যাবি’ মিউজিক ভিডিওতে দেখা গেলো এই দৃশ্য। এতে সুজানার বিপরীতে আছেন এবিএম সুমন। আসিফ ইকবালের কথা ও অটমনাল মুনের সুরে গানটি গেয়েছেন ইমরান।  গানটির কথা এমন- ‘তুই চলে যাবি বিরহে ভাসাবি, এতে বুঝি তোর বেশি সুখ/আমি ভেবে সারা পাগলপারা, সারাবে কে আমার অসুখ। ’

সুজানা জানালেন এটি তার সাত নম্বর মিউজিক ভিডিও। শনিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে বাংলানিউজকে তিনি বলেন, ‘বলতে পারেন এটা আমার লাকি সেভেন ভিডিও! নাটক বা বিজ্ঞাপনের চেয়ে মিউজিক ভিডিওতে অন্যরকম অভিব্যক্তি থাকে। তাই খুব আগ্রহ নিয়ে মিউজিক ভিডিওতে কাজ করি। গান, নির্মাতা সব দেখে সিদ্ধান্ত নিই কাজটি করবো কি-না। তবে পরিচালক তানভীর আহসানের সঙ্গে এটাই আমার প্রথম কাজ। ভিডিওটির অংশ হতে পেরে ভালো লেগেছে। ’ 

‘তুই চলে যাবি’র মিউজিক ভিডিওটি গানচিলের ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হয়েছে শুক্রবার (৯ সেপ্টেম্বর)। গানটির সংগীত পরিচালনা করেছেন শেখর রেজা। ভিডিওতে গায়ক ইমরানও আছেন।  

* ‘তুই চলে যাবি’র মিউজিক ভিডিও :

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৬
টিএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।