ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

অন্যরকম গল্পের খোঁজে

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৬
অন্যরকম গল্পের খোঁজে ‘একটি অন্যরকম গল্প’ নাটকের দৃশ্যে খন্দকার লেনিন ও শতাব্দী ওয়াদুদ

রুদ্র  নামকরা চিত্রনাট্যকার। পরিচালক তাকে গতানুগতিকতার বাইরে একটি গল্প লিখতে বলেন।

যাকে এক কথায় অন্য রকম গল্প বলা যাবে। পরিচালকের কথা মতো রুদ্র এ নিয়ে ভাবতেও শুরু করে। কিন্তু কোনো গল্পই তার মনঃপুত হচ্ছে না। ভাবতে ভাবতে বাসা থেকে বেরিয়ে পড়ে- যদি কোনো গল্পের প্লট পাওয়া যায়। বাসার সামনে থেকে রুদ্র একটি রিকশায় উঠে পড়ে। কে জানতো এই রিকশাশ্রমিকই তাকে কিডন্যাপ করবে!

‘একটি অন্যরকম গল্প’ নাটকটি শুরু হয় এমন ঘটনা দিয়ে। এরপর একের পর এক রহস্য দানা বাঁধতে থাকে। রাসেল আজমের লেখা ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন খন্দকার লেনিন, শতাব্দী ওয়াদুদ, সুষমা সরকার, নাদিয়া, কচি খন্দকার, তারেক মাহমুদ প্রমুখ। নাটকে ব্যবহৃত একটি গানে কণ্ঠ দিয়েছেন প্রবর রিপন।

নাটকটি নিয়ে নির্মাতা রাসেল আজম বলেন, ‘প্রামাণ্যচিত্র তৈরি করলেও এবারই প্রথমবারের মতো নাটক তৈরি করেছি। ঈদে প্রচার হবে বলে বেশ ভালো লাগছে। আশা করছি নিজের গল্পটা আমি ঠিকভাবে দর্শকের সামনে তুলে আনতে পারছি। ’ 

নাটকটি প্রযোজনা করেছে আলফা আই প্রোডাকশন। ঈদের ৭ম দিন রাত সাড়ে ১১টায় জিটিভিতে প্রচার হবে ‘একটি অন্যরকম গল্প’।

বাংলাদেশ সময়: ১৩২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৬
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।