ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

যৌবন ধরে রাখার ওষুধ আবিষ্কার!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৬
যৌবন ধরে রাখার ওষুধ আবিষ্কার!

মানুষের যৌবনকে ধরে রাখার ওষুধ আবিস্কার করেন এক বিজ্ঞানী। তার স্ত্রীর লক্ষ্য এটি বিক্রি করে কোটি কোটি টাকা উপার্জন করা।

কিন্তু নিজের আবিষ্কারকে টাকার মূল্যে বিক্রি করতে চান না বিজ্ঞানী। হঠাৎ তাকে অপহরণ করা হয়। ‘স্টপ’ টেলিছবিতে বিজ্ঞানীর চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান। তার স্ত্রীর ভূমিকায় আছেন সাদিয়া ইসলাম মৌ।

উত্তরা, কেরানিগঞ্জ, ধানমন্ডি, ইয়োডা ইউনিভার্সিটির ল্যাব, বাংলামোটরসহ রাজধানীর বিভিন্ন স্থানে ‘স্টপ’-এর চিত্রায়ন হয়েছে। এ প্রসঙ্গে পরিচালক সাজিন আহমেদ বাবু বাংলানিউজকে বললেন, ‘এটি একটি জনবহুল টেলিছবি। বিভিন্ন শ্রেণী-পেশার মানুষকে দেখানো হয়েছে এখানে। ডিবি পুলিশ মোস্তাফিজুর রহমান এই টেলিছবিতে অভিনয় করেছেন। এ ছাড়া একটি দৃশ্যে আছেন প্রায় কুড়ি পুলিশ। ’

জানা গেছে, কেরানিগঞ্জের একটি পরিত্যক্ত কারখানায় শুটিংয়ের জন্য গিয়েছিলেন নির্মাতা। সেখানে ঢোকার অনুমতি পেলেও একসঙ্গে ৪০ জনকে প্রবেশের অনুমতি দিচ্ছিলো না কর্তৃপক্ষ। কারণ জায়গাটি এখন গ্যাসের গোডাউন হিসেবে ব্যবহৃত হয়।  

টেলিছবিটিতে আরও অভিনয় করেছেন ওয়ালিদ খান এবং ৪০ জন মঞ্চকর্মী। ঈদের দিন দুপুর ২টা ২০ মিনিটে এসএ টিভিতে প্রচার হবে ‘স্টপ’। এবারের ঈদে অঞ্জন আইচের ‘সাইরেন’ টেলিছবিতেও দেখা যাবে তারিক আনাম খান ও মৌকে।  

বাংলাদেশ সময়: ০২৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৬
জেএমএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।