ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

বছরখানেক পর তৌকীর-তিশা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৬
বছরখানেক পর তৌকীর-তিশা নাটকের দৃশ্যে ইমন, তিশা ও তৌকীর আহমেদ

অভিনেতা তৌকীর আহমেদের সঙ্গে বছরখানেক পর অভিনয় করলেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। এবার ‘কখনও কখনও’ নামের একটি নাটকে দেখা যাবে তাদেরকে।

 

তৌকীর রোববার (১১ সেপ্টেম্বর) বিকেলে বাংলানিউজকে জানালেন, তিশা এর আগে তিনটি নাটকে কাজ করেছেন তার সঙ্গে। এটি একফ্রেমে তাদের চার নম্বর নাটক।  

যোগ করে তৌকীর বললেন, ‘অজ্ঞাতনামা ছবিটি নিয়ে কসোভো ও প্যারিসে গিয়েছিলাম। গত ৯ সেপ্টেম্বর সকালে ফিরেই এ নাটকের কাজ শুরু করি। শনিবার এর শুটিং শেষ হলো। ’

গল্পে তৌকীর ও তিশার চরিত্রটি স্বামী-স্ত্রীর। তৌকীর একজন শিল্পপতি। এতে ইমন অভিনয় করেছেন তিশার প্রাক্তন প্রেমিকের ভূমিকায়। বড়পর্দায় তৌকীরের পরিচালনায় ‘দারুচিনি দ্বীপ’ ছবির মাধ্যমে অভিষেক হয়েছিলো ইমনের।  

নাটকটি লিখেছেন মারুফ রেহমান, পরিচালনায় মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। এতে আরও অভিনয় করেছেন এ ছাড়া আছেন সিদ্দিক, বাবর, এবি রোকন প্রমুখ। চ্যানেল আইয়ে ঈদ তৃতীয় দিন দুপুর আড়াইটায় প্রচার হবে নাটকটি।  

* ‘কখনও কখনও’ নাটকের প্রোমো দেখতে ক্লিক করুন :

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।