ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

‘বিদেশি বউ’ শ্রাবণ্য

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৬
‘বিদেশি বউ’ শ্রাবণ্য

উপস্থাপনায় নিয়মিত এ সময়ের তারকা তৌহিদা শ্রাবণ্য বিশেষ দিবসের নাটকে অভিনয় করেন। এবারের ঈদেও ব্যতিক্রম হয়নি।

নতুন দুটি নাটকে কাজ করার খবর দিলেন তিনি। এর মধ্যে আলাদা করে বললেন চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় নির্মিত ‘বিদেশি বউ’-এর কথা।
 
এ নাটকে ঢাকাইয়া মেয়ের ভূমিকায় দেখা যাবে শ্রাবণ্যকে। দুবাই থেকে ফিরে তাকে বিয়ে করে চট্টগ্রাম নিয়ে যায় মধ্যবিত্ত রক্ষণশীল পরিবারের ছেলে। এই তরুণের পরিবারের কাছে তাই মেয়েটি বিদেশি বউ। কিন্তু শ্বশুরবাড়ির কেউই তাকে মেনে নিতে পারে না। কারণ চট্টগ্রামের মানুষ অন্য জেলার সঙ্গে আত্মীয়তা করে না। তাদের মন জয় করতে স্বামীর কাছে চট্টগ্রামের ভাষা শিখতে থাকে সে।
 
‘বিদেশি বউ’ প্রসঙ্গে শ্রাবণ্য বললেন, ‘এ চরিত্রটি বেশ বৈচিত্রময়। ‍শুরুতে ঢাকাইয়া ও পরে চট্টগ্রামের ভাষায় সংলাপ বলতে হয়েছে। কাজটা সহজ ছিলো না। এটাকে চ্যালেঞ্জ মনে করেছি। এই নাটকটা করার মাধ্যমে অভিনয়ে আমার আত্মবিশ্বাস বেড়ে গেছে। ’
 
নাটকটিতে আরও অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, চিত্রলেখা গুহ, হিন্দোল, কিসলু প্রমুখ। যৌথভাবে লিখেছেন ইমরাউল রাফাত ও ওয়াসিম সিতার। পরিচালনায় ওয়াসিম সিতার। জিটিভিতে ঈদের তৃতীয় দিন রাত সাড়ে ১০টায় প্রচার হবে এটি।
 
এদিকে দুই বোনের গল্প নিয়ে এহসান এলাহি বাপ্পি পরিচালিত ‘অজানা সব কথা’ নাটকেও তার সহশিল্পী ইরফান সাজ্জাদ। এ ছাড়া আছেন রোমানা স্বর্ণা। এটি ঈদের আগের দিন রাত সাড়ে ১১টায় এনটিভিতে প্রচার হবে।
 
ঈদে উপস্থাপনায়ও সরব থাকছেন শ্রাবণ্য। বিটিভিতে দেশের সেরা আটটি ব্যান্ড নিয়ে ‘রক কার্নিভাল’ এবং এটিএন বাংলায় ঈদের পাঁচ দিন ‘ভিজ্যুয়াল টিউন’ উপস্থাপনা করেছেন তিনি। এ ছাড়া ক্রিকেটারদের সঙ্গে অংশ নিয়েছেন একুশে টিভির ‘লাক বাই চান্স’ অনুষ্ঠানে।
 
বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।