ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

সাংবাদিকের ওপর চড়াও ঋষি কাপুর (ভিডিও)

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৬
সাংবাদিকের ওপর চড়াও ঋষি কাপুর (ভিডিও) ঋষি কাপুর

ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) রাতে, মুম্বাইয়ে। অভিযোগ, গণেশ বিসর্জনের সময় এক সাংবাদিককে চড় মারেন আলোচিত কাপুর পরিবারের সদস্য রণধীর কাপুর।

সেখানে ছিলেন বলিউড অভিনেতা ঋষি কাপুর, তার ছেলে রণবীরের মতো অন্য সদস্যরাও।  রণধীরের পর সাংবাদিকদের ওপর চড়াও হন ঋষিও।

পারিবারিক গণেশ বিসর্জনের জন্য আরকে স্টুডিও থেকে হেঁটে দাদরের শিবাজি পার্কের দিতে যাচ্ছিলেন তারা। তখনই ঋষির সঙ্গে একজন সেলফি তুলতে চাইলে সেই ব্যক্তিকে ঠেলতে ঠেলতে বের করেন দেন তিনি।  

জানা গেছে, অডিও ভিস্যুয়ালের সাংবাদিক রণধীরের দিকে চ্যানেলের বুম বাড়িয়ে দেন। আর তাতেই ঘটে এমন ন্যাক্কারজনক ঘটনা। ঘটনা নিয়ে এখনও পর্যন্ত কাপুর পরিবারের কোনও সদস্য মুখ খোলেননি। পুরো ঘটনাটির ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল।  

* সাংবাদিককে ঋষি কাপুরের চড়ের ভিডিও: 

বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৬

এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।