ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

শুভ ও তানহা, সঙ্গে কে?

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৬
শুভ ও তানহা, সঙ্গে কে? আরিফিন শুভ ও তানহা

আরিফিন শুভর সঙ্গে প্রথমবার জুটি বাঁধছেন নবাগতা নায়িকা তানহা। ছবির নাম ‘ভালো থেকো’।

জাকির হোসেন রাজু পরিচালিত ছবিটির দৃশ্যধারণ শুরু হবে ২০ সেপ্টেম্বর থেকে। শুভর পাশাপাশি ছবিটিতে আরও একজন নায়ক থাকছেন। তবে তার নাম এখন এখনও চূড়ান্ত নয়।  

রোববার (১৮ সেপ্টেম্বর) দুপুরে বাংলানিউজের সঙ্গে আলাপে নির্মাতা রাজু বলেন, ‘আমি প্রেমের গল্পের মধ্য দিয়ে চলচ্চিত্রে মানবতার কথা বলার চেষ্টা করি। সেই ধারাবাহিকতায় এবার একটি স্বপ্নের ছবি বানাতে যাচ্ছি। ছবিটিতে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় রেখেছি। মানুষ বড় নাকি ধর্ম বড়- এই জিজ্ঞাসা ফুটিয়ে তোলা হবে ছবির কাহিনিতে। সব ঠিক থাকলেও ছবির গুরুত্বপূর্ণ আরেকটি চরিত্রের অভিনেতাকে চূড়ান্ত করা সম্ভব হয়নি। এদিকে মহরতেরও সময় চলে এলো। ’

শুরুতে আরিফিন শুভ, তানহা ও আনিসুর রহমান মিলনকে নিয়ে ছবিটি বানাবেন বলে বাংলানিউজকে জানিয়েছিলেন রাজু। মিলনের অভিনয়ের বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি। আপাতত শুভ আর তানহাকে নিয়ে ‘ভালো থেকো’র দৃশ্যধারণ শুরু করা হবে। ২০ সেপ্টেম্বর এফডিসির ৮ নম্বর ফ্লোরে ছবিটির মহরত। ‘ভোলা তো যায়না তারে’ ছবির মধ্য দিয়ে চলচ্চিত্রে আসা তানহার  নতুন ছবিটি প্রযোজনা করছে অভি কথাচিত্র।  

‘ভালো থেকো’ নিয়ে রাজু বেশ আশাবাদী। তিনি জানান, তার ‘ভালোবাসলেই ঘর বাঁধা যায় না’ আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলো। ‘ভালো থেকো’ও রাজুর জীবনে উল্লেখযোগ্য কাজ হবে বলে মনে করছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৬
এসও     

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।